শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০১:৪১ রাত
আপডেট : ০১ জুন, ২০১৯, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, বললেন রিজভী

শিমুল মাহমুদ : খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার সকালে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসুচব রুহুল কবির রিজভী।
সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, ‘আদালতকে ব্যবহার করে খালেদা জিয়াকে মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় কারাবন্দি করে রেখেছে সরকার। সরকার চেয়েছিল, তাকে কারাগারে বন্দি রেখে বিএনপিকে নিঃশেষ করতে, কিন্তু সরকারের সে চেষ্টা ব্যর্থ হয়েছে।’

রিজভী বলেন, ‘কারাবন্দি থাকলেও দেশব্যাপী বিএনপির লাখ লাখ নেতাকর্মী খালেদা জিয়ার উপস্থিতি অনুভব করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে এগিয়ে চলেছেন। বিএনপির সিনিয়র নেতা থেকে তৃণমূল পর্যন্ত সকল পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন তিনি, বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে কথা বলছেন, খোঁজ-খবর রাখছেন, সাংগঠনিক নির্দেশনা দিচ্ছেন।

মিছিলে অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য টি এস আইয়ুব, ছাত্রদলের সহ সভাপতি আলমগীর হোসেন সোহান, সহ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মিঠু, সহ সাংগঠনিক সম্পাদক কাজী ইফতে খায়রুজ্জামান শিমুল, ছাত্রদল নেতা জিসান, সুমন হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়