শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৬:৩৯ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬০ ভাগ পরিবার প্রধানের জন্ম গ্রামে হওয়ায়, ৮০-৮৫ লাখ মানুষ ঈদে ঢাকা ছাড়বেন, বললেন নগর বিশেষজ্ঞ

মঈন মোশাররফ : ঈদে নগরবাসী, বিশেষ করে ঢাকার বাসিন্দারা গ্রামের বাড়ি যান। এই যাত্রায় যত ভোগান্তিই থাকুক, সবাই তা মেনে নেন। ঈদে কত লোক ঢাকা ছাড়েন তার কোনো পরিসংখ্যান নেই। তবে কমপক্ষে অর্ধেক নগরবাসী যে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যান সে বিষয়ে কারো সন্দেহ নেই। সেই হিসেবে ১ কোটি ৭০ লাখ জনসংখ্যার এই শহরের ৮০-৮৫ লাখ মানুষ এবারের ঈদেও ঢাকা ছাড়বেন।

এ প্রসঙ্গে নগর বিশেষজ্ঞ অধ্যাপক ড. নজরুল ইসলাম বৃহস্পতিবার ডয়চে ভেলেকে বলেন, এই উৎসব আয়োজনে নগরবাসীর গ্রামমুখী হওয়ার নানা কারণ আছে। এখনো ঢাকার ৬০ ভাগ পরিবার প্রধানের জন্ম গ্রামে। আবার ঢাকায় যারা মাইগ্র্যান্ট, তাদের অধিকাংশের শহরে বাড়ি নেই। তাদের পরিবারের একটি অংশ নিজ গ্রামে বা অন্য এলাকায় কাজের জন্য থাকেন। কেউ আছেন, যিনি শুধু নিজেই ঢাকায় থাকে, পরিবার গ্রামে থাকেন। এসব কারণে উৎসব আয়োজনে তারা গ্রামে যান।

তিনি আরো বলেন, মধ্যবিত্তের একটি অংশ আছে যাদের গ্রাম ও শহর উভয় জায়গায় বাড়ি আছে। তারাও গ্রামে তাদের পরিবার নিয়ে যায় গ্রাম দেখাতে। কিন্তু যাদের গ্রামে বা শহরে কোথাও বাড়ি নেই, তারা আসলে যান না। এরা নিম্নবিত্ত মানুষ তারা ঢাকায় হয়ত বস্তিতে থাকেন। গ্রামে কোনো আশ্রয় নেই। সে কারণেই শহরে এসেছেন।

এই নগর বিশেষজ্ঞ মনে করেন, ঢাকার ৪০-৫০ ভাগ মানুষ ঈদে গ্রামে যান। তবে কোনো জরিপ নেই। এটার একটি জরিপ হলে আরো অনেক তথ্য পাওয়া যাবে। সম্পাদনায় : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়