শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০১:৩৭ রাত
আপডেট : ৩১ মে, ২০১৯, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধ হয়ে যাচ্ছে ডিইপিজেডের গ্রামীণ নীটওয়্যার লিমিটেড

এম এ হালিম, সাভার প্রতিনিধি : আর্থিক অনটন, পর্যাপ্ত শিপমেন্ট না হওয়া ও বর্তমান প্রশাসনিক দূর্বলতার কারণে সাভারের নতুন ডিইপিজেডে অবস্থিত গ্রামীণ নীটওয়্যার লিমিটেড কারখানাটি বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধ করে বেপজার নিয়ম মেনেই কারখানাটি বন্ধ করে দেয়া হচ্ছে বলে জানিয়েছে শিল্প পুলিশ ও বেপজা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সরেজমিনে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (নতুন ডিইপিজেড) এর ভিতর গ্রামীন নীটওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিক কর্মচারীদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানতে চাইলে শ্রমিক কর্মচারীরা বলেন, কিছুদিন আগেও কারখানাটি তার স্বাভাবিক গতিতেই চলছিলো। সম্প্রতি নতুন ম্যানেজমেন্ট আসার পর থেকে কারখানাটি ক্ষতির মুখে পড়েছে । একের পর এক শিপমেন্ট বাতিল এবং ম্যানেজমেন্টে অনিয়মসহ বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি লাভের মুখই দেখতে পারেনি। আগের ম্যানেজমেন্ট থাকা অবস্থায় কারখানাটি স্বাভাবিক গতিতে চললেও তাদেরকে চক্রান্ত করে সড়ানোর পর থেকেই প্রতিষ্ঠানটিতে ধ্বস নেমে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একজন লোডারম্যান বলেন, কারখানাটি বন্ধ হয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে এখানকার ট্রান্সপোর্ট অফিসার সাদিমোল্লাহ, ষ্টোর কিপার জুলফিকার ও গার্মেন্টস ষ্টোর জসিম বুধবার দিবাগত রাতে কাপড়, টি শার্ট, পলো শার্ট সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

কারখানার এক শ্রমিক বলেন, এরই মধ্যে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ৪ মাস ৯ দিনের বেতন পরিশোধ করে দিয়েছেন। কিন্তু হঠাৎ করে কারখানাটির প্রায় তিন হাজার শ্রমিকের কর্মসংস্থান হারানো, আমরা এখন কোথায় যাবো, কি করবো বুঝতে পারছিনা।

গ্রামীন নীটওয়্যার লিমিটেড কারখানার এ্যাডমিন ম্যানেজার আবুল বাশার বলেন, যথাযথ নিয়ম অনুসরন এবং বেপজা কর্তৃপক্ষকে অবহিত করেই কারখানাটি সাময়িক ভাবে বন্ধ করে দেয়া হচ্ছে।

শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামীনুর রহমান বলেন, কারখানা কেন বন্ধ হয়ে যাচ্ছে বিষয়টি একান্তই কর্তৃপক্ষের। তবে ওই কারখানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়