শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১১:৫৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ‘নগ্ন অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ চালাচ্ছে, অভিযোগ চীনের

লিহান লিমা: চলমান চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য বিতর্ককে ‘নগ্ন অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের জ্যেষ্ঠ এক কূটনৈতিক এই মন্তব্য করে বলেন, বাণিজ্য যুদ্ধ বন্ধ করার কোন সদিচ্ছা ওয়াশিংটনের নেই। তবে চীন এতে ভীত নয়। সিএনবিসি, গার্ডিয়ান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চীনের ওপর পূর্বের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে বাড়তি শুল্কারোপ করলে বেইজিং-ওয়াশিংটন বাণিজ্য উত্তেজনা আরো বেড়ে যায়। গত মাসে ওয়াশিংটন আমদানিকৃত আরো ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ হারে বাড়তি শুল্ক আরোপ করে, বেইজিংও পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়। কয়েকদিন আগে চীন বিরল ধাতু আমদানি বন্ধ করে দেয়ারও হুঁশিয়ারি দিয়েছে।

চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী জিয়াং হানহুই বলেন, চীন বাণিজ্য নিষেধাজ্ঞা, শুল্কারোপ ও সংরক্ষণবাদের বিরোধী। আমরা বাণিজ্য যুদ্ধের বিরোধীতা করি কিন্তু বাণিজ্য যুদ্ধে ভয় পাই না। যুক্তরাষ্ট্রের এই আচরণ নগ্ন অর্থনৈতিক সন্ত্রাসবাদ, অর্থনৈতিক ঘাতক ও অর্থনৈতিক হয়রানি। তিনি আরো বলেন, ‘বাণিজ্য যুদ্ধে সবাই হারে। বাণিজ্য দ্ব›দ্ব বৈশ্বিক অর্থনৈতিক অগ্রগতির জন্য মারাত্মক ক্ষতিকর।’

এই সময় ৫ থেকে ৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাশিয়া সফর নিয়ে তিনি বলেন, ‘এই সফরে শি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাণিজ্য যুদ্ধ সহ দ্বিপক্ষীয় সাধারণ স্বার্থগুলো নিয়ে আলোচনা করবেন। চীন ও রাশিয়া অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়