শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৪:৪৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। তারপর থেকেই শক্তিশালী দল হিসেবে নিজেদের পরিণত করেছে। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে মাঠে নামবে স্বাগতিকরা। ঘরের মাঠেই পাকিস্তানকে ০-৪ তে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাস নিয়েই বিশ্ব মঞ্চে খেলবে ইংলিশরা। তাছাড়া প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেয়েছে দলটি। তাও আবার ১৯৫ বল বাকি থাকতে। ঘরের মাঠে বিশ্বকাপের জন্য ইংল্যান্ড যে প্রস্তুত, তা এই পরিসংখ্যানেই পরিষ্কার। যদিও এ প্রসঙ্গে অধিনায়ক ইয়ন মরগান বলছেন, ‘আমরা প্রস্তুত। আমরা এই বিশ্বকাপের জন্য প্রস্তুত।’

২০১৫ বিশ্বকাপে গ্রুপ লিগের বাধা টপকাতে পারেনি ইংল্যান্ড। এবার অবশ্য ঘরের মাঠে শুরু থেকেই ফেবারিট হিসেবে ধরা হচ্ছে ইংল্যান্ডকে। মরগানের কথায়, ‘২০১৫ সালে অস্ট্রেলিয়া থেকে ত্রিদেশীয় সিরিজ খেলেই আমরা বিশ্বকাপে গিয়েছিলাম। সেখানে অস্ট্রেলিয়া আমাদের হারিয়েছিল, ভারতের বিরুদ্ধে একটা ম্যাচে জিতেছিলাম। সব মিলিয়ে আমরা একটা ছন্দ খোঁজার চেষ্টা করছিলাম, যেটা কিনা বিশ্বকাপে কাজে দেবে। সে জন্য নিয়মিত আলোচনাতেও বসতাম।’

তিনি আরও যোগ করেন, ‘এখানে আমরা আগের দিন গল্ফ খেলছি, পরের দিন প্র্যাকটিস করছি। তারপরের দিন ম্যাচে নেমে পড়ছি। বিশ্বকাপের ফেবারিট হিসেবে এবার আমাদের ধরা হচ্ছে, এটা নিঃসন্দেহে বিরাট প্রাপ্তি। কিন্তু ফেবারিট হিসেবে দেখা না হলেও, বলবো বিশ্বকাপ খেলাটা আমার কাছে বড় প্রাপ্তি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়