শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৪:০৩ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন জয়া (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১২তম আসরের ব্যাটে-বলের লড়াই। তবে গতকাল অনুষ্ঠিত হয়ে গেলো আসরটির উদ্ভোধনী অনুষ্ঠান। বাকিংহাম প্যালেসের সামনে অনুষ্ঠিত হওয়া উদ্ভোধনী অনুষ্ঠানে সকল দলের অধিনায়ক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো বিভিন্ন দেশের তারকাদের নিয়ে হওয়া ৬০ সেকেন্ড চ্যালেঞ্জের ব্যাট বলের লড়াই। প্রতিটি দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন একজন তারকা খেলোয়াড় ও একজন ক্রিকেটের বাইরের তারকা।

বাংলাদেশকে এই চ্যালেঞ্জে প্রতিনিধিত্ব করেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান। তবে ব্যাট হাতে রাজ্জাক কিছুটা সফলতা পেলেও ব্যাটে বলের সংযোগ করতে পারেননি জয়া আহসান। দশ দলের মাঝে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর নিয়েই বাংলাদেশকে শেষ করতে হয় এই ৬০ সেকেন্ডের চ্যালেঞ্জ।

৬০ সেকেন্ড চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ৭৪ পয়েন্ট নিয়ে। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেন সাবেক খেলোয়াড় কেভিন পিটারসন। ৬৯ পয়েন্ট নিয়ে ২য় অবস্থানে ছিলো অস্ট্রেলিয়া । অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন ব্রেট লি। ওয়েস্টইন্ডিজের প্রতিনিধিত্ব করেন সাবেক ব্যাটসম্যান ভিভ রিচার্ডস ও অলিম্পিয়ান ইয়োহান ব্লেক। ওয়েস্টইন্ডিজ ৪৭ পয়েন্ট নিয়ে ৫ম হয় এই চ্যালেঞ্জে।

পাকিস্তানের হয়ে অংশগ্রহণ করেন ক্রিকেটার আজহার আলী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। ৩৮ পয়েন্ট নিয়ে সপ্তম হয় পাকিস্তান। বাংলাদেশের জয়া আহসান ও আব্দুর রাজ্জাকের মোট পয়েন্ট ছিলো ২২। ১৯ পয়েন্ট নিয়ে এই চ্যালেঞ্জে দশম হয় ভারত। ভারতের প্রতিনিধিত্ব করেন সাবেক খেলোয়াড় অনীল কুম্বলে ও বলিউড তারকা ফারহান আখতার।

৬০ সেকেন্ড চ্যালেঞ্জের পর বিশ্বকাপের থিম সংয়ের মাধ্যমে শেষ হয় উদ্ভোধনী অনুষ্ঠান। শুরুতে মঞ্চে এসে বিশ্বকাপের অধিনায়কেরা তাদের বক্তব্যও রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়