শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১২:২৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের অবস্থান নিয়ে পুলিশ যা বললো

কেএম নাহিদ : বাংলাদেশে যখনই ডিজিটাল সিকিউরিটি আইনে কোন মামলা হয়েছে, তখনই অতি দ্রæততার সাথে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে গ্রেফতারের জন্য পূর্ণাঙ্গ তদন্ত কিংবা আদালতের নির্দেশনার জন্য অপেক্ষা করেনি পুলিশ। সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত এবং আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকলেও এখনো তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন - সে প্রশ্ন তুলছেন অনেকে। বিবিসি

থানায় নুসরাত জাহানের বক্তব্য মোবাইল ফোনে ধারণ করে সেটি ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়।

আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর তার অবস্থান নিয়ে কিছু গণমাধ্যম প্রশ্ন তুলেছে। গ্রেফতারি পরোয়ানার পর মোয়াজ্জেম হোসেন 'গা-ঢাকা দিয়েছেন' কি-না সে প্রশ্নও তুলেছে কিছু গণমাধ্যম।

মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলাটি দায়ের করেছিলেন আইনজীবী সায়েদুল হক সুমন। আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি করার পরও কেন মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা হচ্ছে না সে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন মামলার বাদি ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

তিনি বলেন, মোয়াজ্জেম হোসেনের ধরতে দেরি হলে পাবলিক কনফিডেন্স কমে যাবে”। এমন প্রেক্ষাপটে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সোহেল রানা বিবিসি বাংলাকে জানিছেন, সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। কিছুদিন আগে সাবেক এই ওসি সেখানে যোগ দিয়েছেন এবং তিনি এখনো সেখানেই সংযুক্ত আছেন বলে, রানা বিবিসি বাংলাকে বলেন। লিখিতভাবে জানিয়েছেন, "তদন্ত প্রতিবেদনে উল্লিখিত ঠিকানায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির কথা। সংশ্লিষ্ট ইউনিট গ্রেফতারি পরোয়ানা পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে”। অন্যদিকে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, একটি মামলায় হাজিরা দিতে মোয়াজ্জেম হোসেন গত সোমবার ঢাকা গেছেন। তবে কোন মামলায় সাক্ষী দিতে তিনি ঢাকা গেছেন সে বিষয় বিস্তারিত কিছু বলেননি রংপুর রেঞ্জের ডিআইজি। "তিনি আমাদের এখানেই অ্যাটাচড। নিয়ম অনুযায়ী, কাজ শেষ করে ঢাকা থেকে তার এখানে ফিরে আসার কথা।"

আইনজীবী সায়েদুল হক সুমন বলেন, যখন মামলাটি করা হয়েছিল তখন মোয়াজ্জেম হোসেন সোনাগাজী থানার ওসির দায়িত্বে ছিলেন। সেজন্য তদন্ত প্রতিবেদনে মোয়াজ্জেম হোসেনের ঠিকানা সোনাগাজী থানা হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এরপর তাকে রংপুর রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়। তাকে সাবেক ওসি হিসেবে চিন্তা করলে হবে না। তাকে একজন পলাতক আসামী হিসেবে বিবেচনা করতে হবে। কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়