শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ১০:৩২ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৯, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিতর্কিত ১৯ ছাত্রলীগ নেতার নামের তালিকা প্রকাশ নিয়ে লুকোচুরি

সমীরণ রায়: সম্প্রতি ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে বিবাহিত, চাকরিজীবী, চাঁদাবাজ ও একাধিক মামলার আসামীসহ বিভিন্ন অভিযোগ তোলেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিত ১৯ নেতার পদ শূন্য ঘোষণা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তবে তাদের নামের তালিকা নিয়ে চলছে লুকোচুরি।

ছাত্রলীগের পদবঞ্চিতরা বিতর্কিত ৯৯ জনের নামের তালিকাও প্রকাশ করেন। তাদের দাবি বিতর্কিতদের বাদ দিয়ে পদ শূণ্য ঘোষণা করে যোগ্যদের স্থান দিতে হবে। তারা বলছেন, গত ২৫ মে গোয়েন্দা সংস্থার হাতে ১০৭ বিতর্কিত ছাত্রলীগ নেতার নামের তালিকা জমা দিয়েছেন তারা। এর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে তথ্যপ্রমাণও দিয়েছেন বলে জানান।
এ সম্পর্কে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আমাদের নতুন সময়কে বলেন, আমরা ইতোমধ্যে ১৯জন বিতর্কিতদের খুঁজে পেয়েছি। বিতর্কিতদের প্রত্যেককে চিঠি দিয়ে বাদ দেওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হবে। প্রথমে আমরা ১৬ জনের নাম পেয়েছিলাম। এর মধ্যে ৮জন তাদের অভিযোগ খণ্ডনোর জন্য তথ্যপ্রমাণ দিয়েছেন। বাকিরা ১৯ জনের তালিকার মধ্যে রয়েছেন।

গোলাম রাব্বানী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমাদের সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট। তিনি দেশে ফিরলেই বিতর্কিতদের নামের তালিকা প্রকাশ করা হবে।

ছাত্রলীগের পদবঞ্চিতদের আন্দোলনের মুখপাত্র এবং গত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, বিতর্কিত ১৯ জনের নাম সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে। তারা নাম গোপন রাখার যে নাটক করছেন, এটার পরিণতি ভয়াবহ হতে পারে। সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ
  • জনপ্রিয়