শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৯:২৭ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মান পরীক্ষায় পাস করে পুণরায় বাজারজাতের অনুমতি পেল ৩ পণ্য

ফাতেমা ইসলাম : বিএসটিআই এর পরীক্ষায় নিম্নমান প্রমাণিত হওয়ায় বাজার থেকে তুলে ধ্বংসের নির্দেশ দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২ টি পণ্যের মধ্যে তিনটি পুণরায় বাজারজাতের অনুমতি পেয়েছে। মান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে এসব পণ্যের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। সারাবাংলা

পণ্য তিনটি হলো এসিআইর লবণ, প্রাণের কারি পাউডার ও নিউজিল্যান্ড ডেইরির ডুডল নুডলস। চলতি সপ্তাহে এই তিন পণ্যের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।

এর আগে মান পরীক্ষার পর বিএসটিআই ৫২ পণ্যের মধ্যে ৯টির লাইসেন্স বাতিল করে ও বাকি ৪৩টির স্থগিত করে।
বিএসটিআইয়ের পরিচালক এসএম ইসহাক আলী সাংবাদিকদের জানান, স্থগিতাদেশের পর প্রায় সব কোম্পানি নিজ নিজ পণ্যের মান পুণঃপরীক্ষার মাধ্যমে সংশোধনের উদ্যোগ নেয়। গত সপ্তাহ থেকে নিষিদ্ধ পণ্যগুলোর মান পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দফায় এসিআইর লবণ, নিউজিল্যান্ড ডেইরির ডুডল ও প্রাণের কারি পাউডার নির্ধারিত মানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ কারণে এগুলোর স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সংশোধনের জন্য জমা হওয়া সবগুলো পণ্যের মান পরীক্ষা করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যেসব পণ্যের লাইসেন্স স্থগিতাদেশ করা হয়েছে সেগুলোর উৎপাদনকারী কোম্পানিগুলো অধিকাংশই মান সংশোধন করতে পণ্যের নমুনা জমা দিয়েছে। এরই অংশ হিসেবে প্রথম দফায় এই তিনটি পণ্য মান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফলে এগুলো পুণরায় বাজারজাত করার অনুমতি পেয়েছে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়