শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৪:৩৪ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুনের শহর লন্ডন, বাঙালি যুবক সহ এক সপ্তাহে দু’জনকে হত্যা; গত পাঁচ মাসে ৫০

সাইদুল ইসলামঃ আধুনিক গনতন্ত্রের সূতিকাগার খ্যাত ব্রিটেনের রাজধানী লন্ডন ক্রমস ভয়ংকর হয়ে উঠছে। প্রতিনিয়ত বাড়ছে অপরাধ। উল্লেখযোগ্য হারে সংগঠিত হচ্ছে একের পর এক হত্যাকান্ড। গত এক সপ্তাহে দু দিনের ব্যাবধানে এক বাঙ্গালী যুবক সহ খুন হয়েছেন অন্তত দু'জন। এ বছরের প্রথম পাঁচ মাসে আততায়ীর হাতে নিহত হয়েছেন ৫০ জন। যা গড়ে প্রতি মাসে ১০ জন। আহত হয়েছেন কয়েক শতাধিক। বিশেষ করে বাংলাদেশী অধ্যুসিত ইস্টলন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। উঠতি বয়সী ছেলে মেয়েদের মধ্যে মাদকাসক্তির হার বাড়ছে বহুগুনে। একই সাথে মাদকের ব্যাবসা, গ্যাং সংস্কৃতি, চুরি, ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনা উল্লেখযোগ্য।

গত ২৬ মে রোববার টাওয়ার হ্যামলেটসের সেন্টপলস্ ওয়েতে আলিমুজ্জামান আলম(২৩) নামে এক বাঙ্গালী যুবক উপুর্যপূরী চুরিকাঘাতে নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো এক বাঙালী যুবক।

ইভিনিং স্টেন্ডার্ডের বরাতে জানা যায়, গত রোববার বিকাল সাড়ে চারটায় ইফতারীর জন্য খাবার আনতে গিয়ে হত্যাকান্ডের স্বীকার হয় আলিমুজ্জামান আলম। পূর্ব মাইল্যান্ডের স্টেপনী ওয়ের সেন্টপলস স্কুলের সামনের রাস্তায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতের ভাই কামরুজ্জামান জানিয়েছেন, এই ঘটনার ঘন্টাখানিক পূর্বে স্থানীয় বার্ডেট স্ট্রিটে দুই উঠতি বয়সী গ্রুপের মধ্যে উত্তেজনার সৃস্টি হলে সে তাদের মধ্যে মধ্যস্থতা করে মিমাংসা করে দেয়। কিন্তু এক পক্ষ তা মেনে নিতে পারেনি। ফলে সে যখন ঘর থেকে বের হয়ে ইফতারি আনতে স্থানীয় দোকানে যায়, তখনই কতিপয় যুবক তার উপর উপুর্যপূরী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তাদের পরিচয় প্রকাশ না করলেও দু'জনের বয়স ২৩ এবং বাকী দু'জনের ১৯ বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ধারনা করা হচ্ছে হামলাকারীরা বাঙ্গালী হতে পারে। গত বছর একই এলাকায় আরেক বাঙালী কিশোর ছুরিকাঘাতে খুন হয়।

এদিকে গতকাল রাত সোয়া একটার সময় নিউহাম বারার ফরেস্ট গেটের ওয়ারউইক রোডে ৩০ বছর বয়সী এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ওয়ারউইক রোডে একজন পুরুষ ও মহিলার মধ্যে মারামারি থেকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

অন্যদিকে গত শনিবার বিকাল সাড়ে চারটার সময় দক্ষিণ পশ্চিম লন্ডনের বাটারসি এলাকায় ৪৬ বছর বয়সী এক পুরুষ মোটরসাইকেল চোর দ্বারা মারাত্মক আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আহত ভিকটিম চোর চক্রের হাত থেকে তার মোটরসাইকেল রক্ষা করতে গেলে তারা তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়