শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৫:০১ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রস্তুতি ম্যাচ হারলেও দলের পারফরমেন্সে সন্তুষ্ট মাশরাফি

স্পোর্টস ডেস্ক : গতকাল বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৯৫ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। ম্যাচ হারলেও এতে ইতিবাচক দিকও রয়েছে। বল হাতে দারুণ শুরু করেছে বোলাররা। ব্যাটিংয়েও কয়েকজনের পারফরমেন্স ছিলো দেখার মতো। তাই তো এই ম্যাচ নিয়ে কোনো নেতিবাচক দিক দেখছেন না টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। বরং তাকে ভাবাচ্ছে অন্য দিক। দলের অনেকেই চোট নিয়ে আছেন কেউ বা সেরে উঠছেন।

বিশ্বকাপে বাংলাদেশের খেলা হতে আরো চার দিন বাকি থাকলেও চিন্তার ভাঁজ তো অবশ্যই পড়েছে টাইগার শিবিরে। তামিম ইকবাল সদ্য চোট পেয়েছেন, চোটে ছিলেন সাকিব আল হাসানও। কারো চোট গুরুতর না হলেও ম্যাচ পরবর্তী আলাপচারিতায় অধিনায়কের কণ্ঠে বড় অংশ দখল করে নিল চোট।

মাশরাফি বলেন, ‘আমাদের দলে কিছু চোট সমস্যা আছে। সাকিবের চোট আছে। পেস বোলারদেরও টুকটাক চোট আছে। আমি মনে করি আমরা আজকে (গতকাল) করেছি যথেষ্ট করেছি। পারফরম্যান্স মনে হল ঠিকই আছে। আমি হ্যামস্ট্রিং চোটে ভুগছি। রুবেল সাইড স্ট্রেইনের চোট থেকে ফিরেছে। মুস্তাফিজ-সাইফউদ্দিন ভালো করেছে।’

দলপতি বলেন, ‘প্রথম ম্যাচ আর বেশি দূরে নেই। আমাদের পেসারদের চোট নিয়ে তাই যত্নশীল হতে হবে।’

দলের টপ অর্ডারের রান পাওয়া নিয়ে স্বস্তি প্রকাশ করে মাশরাফি আরও বলেন, ‘আমাদের টপ অর্ডার নিয়মিত রান পাচ্ছে। সৌম্য গত তিন ম্যাচে ভালো করেছে। লিটন সুযোগ কাজে লাগাচ্ছে। মুশফিক-সাকিব-তামিমরা নিয়মিতই ভালো করছে। আশা করছি আমাদের টপ অর্ডার এভাবে রান করতে থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়