শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০২:২১ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় পূর্ব ঘোষিত ঈদের পর দিন থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা, জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পূর্ব ঘোষিত ঈদের পরদিন থেকে পরিবহন ধর্মঘট কর্মসূচি থেকে সরে এসেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি । মঙ্গলবার বেলা ১২টায় সংগঠনের বিশেষ জরুরি সভায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার ঘোষনা করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি ।

মঙ্গলবার (২৮ মে) সকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন ডেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ।

এসময় আব্দুল মান্নান আকন্দ বলেন, জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির যুগ্ম সম্পাদক, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলাম সম্প্রতি হত্যা মামলার আসামি হয়ে কারাগারে গেছেন। কিন্তু তাকে কোনো আইনজীবী আইনি সহায়তা দিচ্ছেন না। যে কারণে ২৩ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঈদের পর দিন থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়।

তিনি আরো উল্লেখ করেন এ বিষয়ে জেলা বার সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পরিবহন নেতৃবৃন্দ আলোচনা হয়েছে ।
আলোচনায় অ্যাডভোকেট শাহীন হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি আমিনুলের জামিন শুনানিতে অংশগ্রহণ না করার জন্য কোনো সিদ্বান্ত তারা নেয়নি বলে জানান তারা। ব্যক্তিগতভাবে কেউ জামিন শুনানিতে অংশগ্রহণ না করে থাকে এ সম্পর্কে তাদের জানা নেই। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে পূর্বঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার এর সিদ্ধান্ত নেয় পরিবহন নেতৃবৃন্দ।

এসময় সভায় উপস্থিত ছিলেন বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, আব্দুল মান্নান মন্ডল, কামরুল মোর্শেদ আপেল, মোশারফ হোসেন বুলবুল, এরশাদ শেখ, আলাল উদ্দিন, আনোয়ার হোসেন রানা, খলিলুর রহমান, আব্দুল্লাহ আল মামুন মিলু, রাসেল মন্ডলসহ পরিববহন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়