শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ১১:০১ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৯, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম দফায় অনুপস্থিত থাকলেও এবার মোদীর শপথে যাচ্ছেন মমতা ব্যানার্জী

শেখ নাঈমা জাবীন : বিপুল আসনে জয়লাভ করে দ্বিতীয়বারের জন্যে ভারতের প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। ভোটের প্রচারে মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দু’জনেই ছিলেন যুযুধান প্রতিপক্ষ। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েননি। কিন্তু ভোট মিটতেই এবার দেখা গেল অন্য ছবি। যেখানে ভোটযুদ্ধ নেই। রয়েছে রাজনৈতিক তথা সাংবিধানিক সৌজন্যবোধ। বৃহস্পতিবার ৩০ মে সন্ধ্যায় শপথগ্রহণ অনুষ্ঠান মোদির। যেখানে দেশ-বিদেশের সমস্ত তাবড় তাবড় ব্যক্তিত্বরা উপস্থিত থাকার কথা রয়েছে। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মমতা ব্যানার্জীর কার্যালয় সূত্রে জানা গেয়েছে। আজকাল

কার্যালয় ছাড়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মাঝে আর এক দিন হাতে রয়েছে। তবে প্রধানমন্ত্রীর শপথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা যেহেতু সাংবিধানিক সৌজন্য, তাই এই সিদ্ধান্ত।’ মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই অন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান মমতা ব্যানাজি। এর আগে ২০১৪ সালেও নরেন্দ্র মোদিকে সামনে রেখে দেশের ক্ষমতায় আসে বিজেপি। প্রচারে মোদী-মমতা জমজমাট যুদ্ধ দেখা গিয়েছিল। কিন্তু সেবার শপথে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতাকে৷ কিন্তু, এবার অন্য ছবি। মোদীর দ্বিতীয়বারে শপথে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, ইতিমধ্যেই মমতার আগামী বৃহস্পতিবারের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়