শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৭:১৭ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বছরেও প্রকাশ হয়নি ৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার ফল

সাজিয়া আক্তার : ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের দুই বছর পার হতে চললেও লিখিত পরীক্ষারই ফল প্রকাশ হয়নি। বিসিএস পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগে দীর্ঘসূত্রতা নিয়ে আক্ষেপ জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। এরইমধ্যে চলছে ৪১তম বিসিএসে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশের তোড়জোড়।ইন্ডিপেন্ডেন্ট

পিএসসি জানিয়েছে, আগস্টে এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। নিয়োগ হবে ২ হাজারের বেশি ক্যাডার পদে। ফল প্রকাশে দীর্ঘসূত্রতা কমাতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন পিএসসি চেয়ারম্যান।

৩৮তম বিসিএসে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ হয় ২০১৭ সালের জুনে। ওই বছর ডিসেম্বরে হয় প্রিলিমিনারি পরীক্ষা। গত বছরের আগস্টে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ মাস পেরিয়ে গেলেও প্রকাশ হয়নি ফল।

পিএসসি বলছে, প্রতি বছর একটি করে বিসিএসের সার্কুলার এবং ফল প্রকাশ করে তারা। কিন্তু চাকরিপ্রার্থীদের অভিযোগ প্রিলিমিনারি থেকে চুড়ান্ত ফলাফল পর্যন্ত দীর্ঘসূত্রতার মধ্য দিয়ে যেতে হয়। তাই সময় জটিলতা কমানোর দাবি তাদের।

সরকারি কর্ম কমিশন-পিএসসি জানিয়েছে, জুনেই ৩৮তম বিসিএসের লিখিত ফল ঘোষণা হবে। আর ৪১তম বিসিএসের পদ খালির চাহিদাও এসেছে। তাছাড়া ৩৬ এবং ৩৭তম বিসিএসে নন-ক্যাডার পদে নিয়োগ প্রক্রিয়াও চলছে। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হবে জুলাইয়ে।

পিএসসি'র চেয়ারম্যান মুহাম্মদ সাদিক বলেন, আমরা একসাথে অনেকগুলো বিসিএস নিয়ে কাজ করছি। সব জয়াগা থেকে নিজেরাই উদ্যোগী হয়ে চাহিদাপত্র আনছি।

দীর্ঘসূত্রতা কমাতে পিএসসির জনবল ও সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
পিএসসি বলছে, বিসিএসের পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করতেই এতোটা সময় ব্যয় হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়