শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০২:৩৪ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাহুল ও ধোনির শতকে রান পাহাড়ে ভারত

এল আর বাদল : লোকেশ রাহুল আর মহেন্দ্র সিং ধোনির শতকে বাংলাদেশের বিরুদ্ধে রানের পাহাড় গড়লো ভারত। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন এই দুই ব্যাটসম্যান। তাদের কল্যাণে ভারত ৭ উইকেট হারিয়ে ৩৫৯ রান সংগ্রহ করেন। এ অবস্থায় জয়ের জন্য মাশরাফিদের লড়তে হবে সেরাটা উজার করে।

ইনিংসের শুরুতে ভারতকে চাপের মধ্যে রাখতে সক্ষম হয় বাংলাদেশ দল। ১০৪ রানে প্রথম সারির চার উইকেট হারায় ভারত। এরপর ভারতের লাগাম ধরে রাখতে পারেননি মাশরাফি-মুস্তাফিজ-রুবেল হোসেনরা। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১৪৯ রানের জুটি গড়েছেন রাহুল ও ধোনি।

মঙ্গলবার ইংল্যান্ডের কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতীয় দলকে শুরুতেই চেপে ধরেন মুস্তাফিজুর রহমান। দলীয় মাত্র ৫ রানেই ভারতীয় উদ্বোধনী জুটি ভাঙেন কাটার মাস্টার।

এরপর বিরাট কোহলিকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন অন্য ওপেনার রোহিত শর্মা। রোহিত ও বিরাট কোহলির মধ্যকার জুটি ভাঙা খুবই প্রয়োজন ছিল। ধীরে ধীরে উইকেটে সেট হয়ে আক্রমণাত্মক হচ্ছিলেন তারা। আর সেই মুহূর্তে রোহিত শর্মাকে বোল্ড করার মধ্য দিয়ে জুটির বিচ্ছেদ ঘটান রুবেল হোসেন। জাতীয় দলের এই তারকা পেসার ১৪তম ওভারে বোলিংয়ে এসেই নিজের দ্বিতীয় বলে রোহিতের স্ট্যাম্প ভেঙে দেন। সাজঘরে ফেরার আগে ৪২ বলে মাত্র ১৯ রান করার সুযোগ পান ভারতের বর্তমান সময়ের অন্যতম সেরা ওপেনার রোহিত।

শুধু ভারতই নয়, বর্তমান সময়ের বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতের এই অধিনায়ককে বোল্ড করে সাজঘরে পাঠান মোহাম্মদ সাইফউদ্দিন। ফিফটির পথেই ছিলেন কোহলি। ৪৬ বলে ৫টি চারের সাহায্যে ৪৬ রান করা কোহলি বিভ্রান্ত হন সাইফউদ্দিনের বলে। কোহলির বিদায়ের মধ্য দিয়ে ৮৩ রানে ৩ ব্যাটসম্যানের উইকেট হারাল ভারত।
রুবেল হোসেনের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে বিজয় শঙ্কর। রুবেলের বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ তুলে দিয় ফেরেন বিজয়। এরপর রাহুল আর ধোনি ক্রিজ গেড়ে বসেন। কোনোভাবেই তাড়াতেই পারছিলেন না টাইগার বোলারারা। শেষ পর্যন্ত রাহুল সাব্বিরের বলে বিদায় নিলেও দলের জন্য ভিত গড়ে গেছেন। তিনি ৯৯ বলে ১০৮ রান করে মাঠ ছাড়েন। এরপর আরেক হিটার মহেন্দ্র সিং ধোনি যার পরনাই লড়ে গেছেন। তিনি ৭৮ বলে ১১৩ রান করে সাকিবের বলে বিদায় নেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ২১ ও জাদেজা ১১ রান করেন। এর আগে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেই ম্যাচ।

অন্যদিকে ভারত নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়