শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোহলি-ইমাদকে শুভকামনা জানালেন ব্রাজিলীয়ান ফুটবলার লুইজ

স্পোর্টস ডেস্ক : বিশ্বে ফুটবল যেমন জনপ্রিয় হয়ে তেমনি ক্রিকেটের বাজারটাও প্রশস্ত হচ্ছে বেশ। দুনিয়াব্যাপী ব্যাট-বলের খেলাটাকে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। তারই ধারাবাহিকতাতে কয়েকদিন আগে টি-টোয়েন্টি ফরম্যাটে ৮০ দলের র‌্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি, যেখানে নাম ছিলো ফুটবলের দেশ হিসাবে পরিচিতি পাওয়া ব্রাজিলেরও। সেই ব্রাজিল ফুটবল দলের তারকা ডেভিড লুইজ আসন্ন বিশ্বকাপে ভাল করার জন্য শুভকামনা জনিয়েছেন বিরাট কোহলি ও ইমাদ ওয়াসিমকে।

দরজায় কড়া নাড়ছে ক্রিকেটের মেগা আসর, ইংল্যান্ড আর ওয়েলেসের মাটিতে বসতে যাওয়া বিশ্বকাপের পর্দা উঠছে আগামী ৩০ মে। বিশ্ব মঞ্চে দলগুলা মাঠে নামার আগে এবার বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দুই ক্রিকেটারকে শুভকামনা জানিয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন ইংলিশ ফুটবল দল চেলসির ব্রাজিলীয়ান ফুটবলার ডেভিড লুইজ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করা বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা ফ্র্যাঙ্ক খালিদের করা ভিন্ন ভিন্ন দুইটা টুইটের ভিডিওতে ভারতীয় দলপতি কোহলি ও পাকিস্তানি অলরাউন্ডার ইমাদকে সমর্থন দিতে দেখা যায় লুইজকে।

যেখানে ইমাদ প্রসঙ্গে ব্রাজিলীয়ান এই তারকা ফুটবলার বলেন, ‘ইমাদ ওয়াসিম, আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য শুভকামনা বন্ধু। আমি জানি তুমি ভালো করবে। আশাকরি তুমি জিতে ফিরবে। খুব দ্রæতই দেখা হবে।’

ভারতীয় দলপতি কোহলি প্রসঙ্গেও প্রায় একই মন্তব্য করেন লুইজ, ‘হ্যালো বিরাট কোহলি, ভাই তোমাকে ও তোমার পুরো দলকে বিশ্বকাপের জন্য আমার শুভকামনা। আমি তোমাকে সমর্থন করব। জলদি দেখা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়