শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৬:০১ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাহুল পরবর্তী সভাপতি ঠিক করতে বৈঠকে বসার পরিকল্পনা কংগ্রেসের

সান্দ্রা নন্দিনী : রাহুল গান্ধীর দলীয় সভাপতির পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত অপরিবর্তনীয় থাকায় এবার তার স্থলাভিষিক্ত কে হবেন তাই নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি। একাধিক সূত্র এনডিটিভি’কে জানায়, মা সোনিয়া ও বোন প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে দলের একাধিক সিনিয়র নেতা রাহুলকে বোঝালেও কংগ্রেস সভাপতির পদে না থাকার সিদ্ধান্ত থেকে টলাানো যায়নি রাহুলকে। এ পরিস্থিতিতে শেষপর্যন্ত তাই রাহুলের পর এই দায়িত্বে বসতে যোগ্য কাউকে নির্ধারণ করতে শুক্রবারের মধ্যেই বৈঠকে বসার পরিকল্পনা করেছে দলটি। এনডিটিভি
সূত্র জানায়, গত শনিবার কংগ্রেস কার্যনির্বাহী কমিটির বৈঠকে রাহুল তার জায়গায় কোনভাবেই তার মা কিংবা বোনকে আনার বিষয়ে সম্মতি দেননি। তাই এটি নিয়ে দলটির মধ্যে বেশ অস্থিরতা দেখা দিয়েছে।

উল্লেখ্য, ভারতের স্বাধীনতার সময় থেকেই বেশিরভাগ ক্ষেত্রে নেহেরু-গান্ধীর পরিবারের সদস্যদের দ্বারাই পরিচালিত হয়েছে। কিছু সময়ের জন্য সীতারাম কেসরিকে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যার পর দলটির নেতৃত্ব দেওয়া হলেও তিনি সফলভাবে পরিচালনায় ব্যর্থ হন। পরবর্তীতে একাধিক সিনিয়র নেতার অনুরোধে সোনিয়া গান্ধী বিপর্যস্ত দলের হাল ধরেন।

সিনিয়র কংগ্রেস নেতা শশী থারুর এনডিটিভি’কে বলেন, ‘রাহুল গান্ধী এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়কে ব্যক্তিগতভাবে নিয়েছেন। এই ইস্যুটি নিয়ে দলের মধ্যে বেশ আলোচনা চলছে। আমি মনে করি এটি রাহুল গান্ধী ও কংগ্রেস দুইয়ের জন্যই ক্ষতিকর হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়