শিরোনাম
◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি ◈ নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা আরও ভালো হবে: সেনাসদর

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৫:২২ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্লামেন্টের স্পিকার হলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ

আব্দুর রাজ্জাক : মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উদ্বোধনী সেশনে স্পিকার হিসেবে শপথ নিচ্ছেন বলে জানান তার দল পিপলস ডেমোক্রেটিক পার্টি এর (এমডিপি) একজন নেতা। সোমবার মালদ্বীপের পার্লামেন্ট পিপলস মজলিশে তাকে সর্বসম্মতি ক্রমে এই পদের জন্য নির্বাচন করা হয়। ইয়ন, এনডিটিভি

গত এপ্রিলের পার্লামেন্ট নির্বাচনে প্রায় ৩ চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এমডিটি মালদ্বীপের ক্ষমতায় আসে। এর নিকটতম প্রতিদ্ব›দ্বী দল জামহুরিয়া পার্টি ও প্রগ্রেসিভ পার্টি যৌথভাবে ৫টি আসন পায় এবং অন্য দুটি দল ও স্বতন্ত্র প্রার্থীরা মোট ১২টি আসন পায়। এ নির্বাচনে নাশিদের দলের বড় জয় তার নির্বাসন জীবনের অবসান ঘটিয়েছে।

মালদ্বীপে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে ২০১২ সালে ক্ষমতাচ্যুত করা হয় এবং ২০১৪ সালে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হলে তিনি যুক্তরাজ্যে নির্বাসনে যান। গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে নিষিদ্ধ করেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামেনি। কিন্তু ওই নির্বাচনে তিনি নিজেই পরাজিত হন। ক্ষতায় আসেন নাশিদের ঘনিষ্ট বন্ধু ইব্রাহীম মোহাম্মদ সলিহ। এরপরই মালদ্বীপের সুপ্রিম কোর্ট তার ওপর থেকে সন্ত্রাসবাদের অভিযোগ খারিজ করলে নভেম্বরে তিনি দেশে ফিরে আসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়