শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৪:২৬ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ হয়ে গেছে বাংলাদেশের পাঁচ ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মূল পর্ব শুরু হতে আরো দুই দিন বাকি। আর বাংলাদেশের খেলা আরো পাঁচ দিন পর। কিন্তু অবাক করার বিষয় তার আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের পাঁচ ম্যাচের টিকিট। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা সান দিয়েছে এই চমকপ্রদ তথ্য। জনপ্রিয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশ্বকাপ শুরু না হলেও ইতোমধ্যে বাংলাদেশ দলের পাঁচটি ম্যাচের টিকেট ফুরিয়ে গেছে।

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচগুলোর সব টিকিট শেষ। ইংল্যান্ডে বিপুলসংখ্যক বাংলাদেশির বাস। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে দর্শকদের যথেষ্ট আগ্রহ ছিল। সা¤প্রতিক সময় বাংলাদেশের পারফরম্যান্স এই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে।

আগামী ২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি হবে লন্ডনের বিখ্যাত দ্য ওভালে, ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলা ‘লাকি গ্রাউন্ড’ কার্ডিফে ৮ জুন। ব্রিস্টলে ১১ জুন শ্রীলঙ্কা, এজবাস্টনে ২ জুলাই ভারতের বিপক্ষে খেলবেন মাশরাফিরা। বাংলাদেশের শেষ ম্যাচ ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে লর্ডসে।

তবে টিকিট কেনায় এবারের বিশ্বকাপে সবচেয়ে এগিয়ে ভারতীয় ও ইংলিশ ক্রিকেটভক্তরা। ইংল্যান্ড-বাংলাদেশ ও ভারত-আফগানিস্তান ম্যাচের টিকিটের দাম সবচেয়ে কম ৪০ পাউন্ড করে। তবে এ দুই দলের বাকি ম্যাচগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ৫৫ পাউন্ড। বড় ম্যাচগুলোতে এই সর্বনিম্ন মূল্যই বেড়ে দাঁড়াচ্ছে ৭০ পাউন্ড। বেশির ভাগ ম্যাচের অধিকাংশ টিকিটের মূল্য ১০০ পাউন্ড ছাড়িয়ে গেছে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়