শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৭:৩৯ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকল বাজারে রপ্তানির উপর ৫ শতাংশ হারে ভর্তুকির দাবি বিজিএমইএ’র 

স্বপ্না চক্রবর্তী : আপদকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য সকল প্রকার পোশাক রপ্তানির উপর রপ্তানি মূল্যের ৫শতাংশ হারে ভর্তুকির দাবি জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি রুবানা হক।  তিনি বলেন, রপ্তানি বাজারে টিকে থাকার জন্য প্রতিযোগী মূদ্রার সাথে পাল্লা দিতে আমাদের মুদ্রার মান বাজার প্রক্রিয়ার ভিত্তিতে নির্ধারিত হওয়া যৌক্তিক।

সোমবার রাজধানীর একটি হোটেলে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএ এর যৌথ প্রস্তাবনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, নীটওয়্যার ও ওভেন গার্মেন্টস উৎপাদন ও রপ্তানিতে নিয়োজিত করদাতাদের জন্য উক্ত পণ্য রপ্তানি থেকে আয়ের উপর করহার ১০শতাংশ হারে নির্ধারণ করা প্রয়োজন।

তিনি বলেন, অর্থ আইন ২০১২ তে স্ট্যাম্প আইন ১৮৯৯ এর ধারা ১৩সংযুক্ত করায় বিনিময় বিল এর উপর ০.২০শতাংশ স্ট্যাম্প শুল্ক আরোপ করা হচ্ছে যা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা প্রয়োজন।  শতভাগ রপ্তানিমুখি শিল্পের জন্য এটি কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, আমদানি-রপ্তানি পর্যায়ে রপ্তানিমুখি পোশাক শিল্পের ওপর ভ্যাট প্রযোজ্য না হলেও অনেক ক্ষেত্রে উৎসে ভ্যাট কর্তনের সকল হিসেব ও দায়িত্ব সেবা গ্রহণকারীকে অর্থাৎ রপ্তানিকারককে দেয়া হয়েছে।  এই বাড়তি দায়িত্ব পালন করতে অতিরিক্ত জনবল নিয়োগ করতে হচ্ছে অথচ সেবা প্রদানকারীদেরই দায়িত্ব এই হিসাব রাখা। রাজস্ব আদায়ে দক্ষতা আনয়নের জন্য যার যার ভ্যাট সেই দেবে এমনই কাম্য।

রুবানা হক বলেন, পোশাক খাত এখন একটা ক্রান্তিকাল পার করছে। সরকারের সহযোগিতা না পেলে এই খাতকে বাঁচিয়ে রাখা অসম্ভব। তাই আসন্ন বাজেটে পোশাক খাতের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার অনুরোধ জানাচ্ছি।  পোশাক শিল্প বাঁচলেই দেশের অর্থনীতি উত্তরোত্তর বাড়বে বলে আমরা বিশ্বাস করি।  এসময় নীট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর সহ সভাপতি মনসুর আহমেদ আমেরিকার বাজারে ১৬শতাংশ নগদ প্রণোদনার দাবি করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিটিএমইএর সভাপতি মোহাম্মদ আলী খোকন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়