শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০২:৩১ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীর কালুখালীতে ভেজাল সয়াবিন তেলের কারখানার সন্ধান ৫০ হাজার টাকা জরিমানা

ইউসুফ মিয়া : রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদীয়া ইউনিয়নের গঙ্গানন্দনপুর গ্রামের আফছার খাঁর বাড়ী থেকে ভেজাল সয়াবিন তেল কারখানার সন্ধান পেয়েছে রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় ব্যাবসায়ী মোঃ খলিলুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোঃ খলিলুর রহমান কালুখালী উপজেলার রতনদীয়া ইউনিয়নের গঙ্গনন্দনপুর গ্রামের মৃত আফছারউদ্দীন খাঁর ছেলে।

২৭ মে (সোমবার) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার কালুখালী উপজেলার রতনদীয় ইউনিয়নে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরেরর সহকারী পরিচালক মোঃ সরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভেজাল সয়াবিন তেল কারখানা সম্পর্কে জানতে পেরে আজ দুপুরে স্যানেটারি ইন্সেপেক্টর সূর্য কুমার প্রমানিক ও পুলিশের উপ-পরিদর্শক মোঃ শাহজাহান মোল্যা ও সঙ্গীয় ফোর্স সহ কালুখালীর রতনদীয়া ইউনিয়নের গঙ্গানন্দনপুর গ্রামে আফছার খাঁর বাড়ীতে অভিযান পরিচালনা করে ভেজাল সয়াবিন তেল কারখানার সন্ধান পাই। তিনি আরো বলেন পামওয়েল তেল অবৈধ ভাবে রিফাইন করে নিজে বোতলজাত করে ওয়ান স্টার সয়াবিন তেল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল।

এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ৫০ লিটার সয়াবিন তেল সহ তেল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এ সময় গঙ্গানন্দনপুর দোকান থেকে ১১০ কেজি অবৈধ রিঙ্ক পাউডার ও ৪৭ কেজি ভেজাল সেমাই জব্দ করা হয়। আগামীকাল জব্দকৃত মালামাল ধ্বংস করা হবে বলে জানায় ভোক্তার অধিকার সংরক্ষন অধিদপ্তরের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়