শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০১৯, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবি নজরুল কলেজে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ঈদ পোস্টার ছেঁড়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মিলিত ছবি দিয়ে করা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আল-মারুফের ঈদুল ফিতরের শুভেচ্ছার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

রোববার রাতে এমন অভিযোগ করেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আল মারুফ। বলেন, শনিবার রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের সভাপতি রেজওনুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির সম্মলিত ছবি দিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার করে ক্যাম্পাসে লাগান তিনি। যা পরদিন দুপুর পর্যন্ত থাকতেও দেখেন তিনি। তবে দুপুরের পর থেকে ক্যাম্পাসে গিয়ে দেখতে পান সব পোস্টারই ছিড়ে ফেলা হয়েছে।

তিনি বলেন, পুরো ক্যাম্পাস জুড়ে পোস্টার ঝুললেও কলেজের ছাত্র সংসদের সামনে লাগানো সকল পোস্টার ছিড়ে নিচে ফেলে দেয়া হয়েছে। এসময় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

আল মারুফ বলেন, কলেজ ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান মোহনের এবং সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদের কাছে এই বিষয়ে বিচার চেয়ে অভিযোগ ও করেছেন তিনি। বলেন, এই পোস্টার ছিড়ে ফেলে দেয়ার মাধ্যমে জাতির জনক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান করা হয়েছে। তাই আমি এর বিচার চাই।

এই বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান মোহন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাওয়লাদার সাথে একাধিকবার যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়