শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৫:৫৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন্দ্রীয় ব্যাংকের চাপে নগদ লভ্যাংশ দিতে পারছে না পুঁজি বাজারের তালিকা ভুক্ত অনেক ব্যাংক

কেএম নাহিদ : পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক ব্যাংকই ব্যাসেল-৩ বাস্তবায়নের চাপে নগদ লভ্যাংশ দিতে পারছে না। ইচ্ছা থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের চাপে উপেক্ষা করতে হচ্ছে সেই সিদ্ধান্ত। এ কারণে বেশিরভাগ ব্যাংক ২০১৮ সাল শেষে স্টক বা বোনাস লভ্যাংশ দিয়েছে। জানা গেছে, এবছর তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে মাত্র ৪টি ব্যাংক সম্পূর্ণ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া পুরোটাই বোনাস ও নগদ লভ্যাংশ ভাগ করে দেয়ার রাস্তা বেছে নিয়েছে অন্যান্য ব্যাংক। চ্যানেল আই অনলাইন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যমতে, মাত্র ৪টি ব্যাংক পুরোটা নগদ লভ্যাংশ ও ৮টি ব্যাংক নগদ ও বোনাস লভ্যাংশ ভাগ করে দিয়েছে এবার। বাকি সব ব্যাংকই ঘোষণা করেছে শুধুমাত্র বোনাস। পুঁজিবাজারে বিনিয়োগকারীরা সাধারণত বোনাস দেয়াকে খুব একটা পছন্দ করেন না। তাদের পছন্দ নগদ লভ্যাংশ। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, এটা তাদের চাপের কারণে নয় বরং ব্যাংকগুলোর প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে তারা নগদ লভ্যাংশ দিতে পারছে না। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা জানান, আমাদের ব্যাংক এবছর পুরোটাই নগদ লভ্যাংশ ঘোষণা করতে চেয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের চাপে সেই সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়েছে।

আন্তর্জাতিক ব্যাংকিং রীতিনীতি অনুযায়ী একটি ব্যাংকের মোট ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ অথবা ৪০০ কোটি টাকার মধ্যে যেটি বেশি সেই পরিমাণ ম‚লধন রাখতে হয়। ২০১৬ সাল থেকে ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশের অতিরিক্ত হারে ম‚লধন রাখতে হচ্ছে। প্রতিবছর শূন্য দশমিক ৬২৫ শতাংশ হারে অতিরিক্ত মূলধন রেখে ২০১৯ সালের ডিসেম্বরে গিয়ে একটি ব্যাংককে ১২ দশমিক ৫০ শতাংশ ম‚লধন রাখতে হবে। অতিরিক্ত এ মূলধনকে ব্যাংকিং পরিভাষায় আপদকালীন সুরক্ষা সঞ্চয় বা কনজারভেশন বাফার বলা হয়।

পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ বলেন, বোনাস লভ্যাংশ দিলে শেয়ারহোল্ডারদের নগদ আয় কমে যায়। একারণে তারা নগদ লভ্যাংশ পছন্দ করে। তবে ব্যাংকগুলো যদি তাদের মূলধন বাড়িয়েও আয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে সবার জন্যই ভালো। কিন্তু ঠিকমত মুনাফা করতে না পারলে সবার জন্যই ক্ষতি বলে মনে করেন তিনি।

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বোনাস লভ্যাংশ দেয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের চাপ সৃষ্টি করার কিছু নেই। ২০১৯ সালের মধ্যে সব ব্যাংককে ঝুঁকিকৃত সম্পদের সাড়ে ১২ শতাংশ মূলধন সংরক্ষণ করতে হবে। তারা সেটাই করছে। কিন্তু যাদের প্রভিশন ঘাটতি রয়েছে তারা চাইলেও নগদ লভ্যাংশ দিতে পারছে না। এটা কেন্দ্রীয় ব্যাংকের চাপের কারণে নয় বরং তাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে নগদ লভ্যাংশ দিতে পারছে না। সম্পাদনায়: এইচএম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়