শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৪:৪২ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ ৫২ পণ্য এখনও বাজারে

এম জহিরুল ইসলাম : বাংলাদেশে মানহীন হিসেবে প্রমাণিত ৫২টি ভোগ্যপণ্য বাজার থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যাহারের জন্য আদালতের নির্দেশনা সত্বেও তার অনেকগুলোই এখনও বাজারে পাওয়া যাচ্ছে। বিবিসি বাংলা
বিবিসির সংবাদদাতা গত রোববার নিজেই ঢাকার একটি বাজারে গিয়ে এক প্যাকেট লবণ কিনেছেন যেটি বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার কথা। মহাখালী কাঁচাবাজারে মানহীন হিসেবে চিহ্নিত ভোগ্যপণ্যের তালিকায় থাকা বেশ কয়েকটি পণ্য বিক্রি হতে দেখেছেন তিনি।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কোন পণ্যগুলো মানহীন হিসেবে চিহ্নিত, সে সম্পর্কে যথেষ্ট ধারণা তাদের নেই। অনেকেই জানেন না, ঠিক কোন ৫২টি পণ্য মানহীন হিসেবে চিহ্নিত হয়েছে।
কয়েকজন বিক্রেতা জানান, ওই তালিকায় অন্তর্ভুক্ত পণ্যগুলোর প্রস্তুতকারীদের কেউ কেউ নিজেদের উদ্যোগে তাদের পণ্য বাজার থেকে সরিয়ে নিলেও, অনেকেই এখনও আসেনি।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলোর মতে, কর্তৃপক্ষের সীমাবদ্ধতার কারণেই বাজার থেকে পণ্যগুলো সরানো সম্ভব হচ্ছে না। নির্দিষ্ট সময়ের পরও ওই পণ্যগুলোর কয়েকটি যে বাজারে এখনও পাওয়া যাচ্ছে তাতে খুব একটা অবাক নন ভোক্তা অধিকার সংস্থা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান।

বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা অত্যন্ত কম থাকার কারণেই এ ধরণের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হয় না বলে মন্তব্য করেন মি. রহমান। তিনি বলেন, লোকবলের দিক থেকে তো বটেই, অবকাঠামোগত ও প্রযুক্তিগত দিক থেকেও বিএসটিআই বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা খুবই কম। তাই তারা এ ধরণের কার্যক্রম প্রশাসনের সহায়তা ছাড়া বাস্তবায়ন করতে পারে না।

এদিকে, মানহীন ঘোষিত ৫২টি ভোগ্যপণ্য বাজার থেকে সরিয়ে নেয়ার নির্দেশনা বাস্তবায়ন করতে আদালত যে প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দিয়েছিল, তাদের একটি-বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবির অবশ্য দাবি করেন, মানহীন হিসেবে চিহ্নিত ৯০ ভাগের বেশি পণ্য বাজার থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং এখনও পণ্য সরিয়ে নেয়ার জন্য অভিযান চলছে। মানহীন ঘোষিত পণ্যগুলোর মধ্যে বাজার থেকে ৯০ ভাগ বা তারও বেশি পণ্য এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে। পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো পণ্য প্রত্যাহার করে চিঠি দিয়েছে এবং তার প্রমাণও রয়েছে আমাদের কাছে।

তিনি জানান, পণ্য বাজার থেকে সরিয়ে নেয়ার ক্ষেত্রে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের গাফিলতি বা এমনকি বিক্রেতার অসচতেনতার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেবেন তারা। ১২ই মে মানহীন হিসেবে প্রমাণিত ৫২টি ভোগ্যপণ্য ১০ দিনের মধ্যে বাজার থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিল আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়