শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৪:২৫ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় মহাসড়ক সংস্কার হলেও জেলা সড়কে দুর্ভোগের আশঙ্কা

জিএম মিজান, বগুড়া: আসন্ন ঈদে মহাসড়কে ঘরমুখো মানুষের দুর্ভোগ কম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে অভ্যন্তরীণ সড়কগুলোতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে। কারণ সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের ওপর গুরুত্ব দিলেও অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল অবস্থা।

জানা গেছে, বগুড়া সড়ক ও জনপথেরর অধীনে ৫৭২ কিলোমিটার সড়ক রয়েছে। এরমধ্যে জাতীয় মহাসড়ক ১৩০ কিলোমিটার, আঞ্চলিক সহাসড়ক ৬১ কিলোমিটার এবং জেলা সড়ক ৩৮১ কিলোমটার। ঈদকে সামনে রেখে মহাসড়কের খানাখন্দ মেরামত করা হলেও দীর্ঘদিন ধরে ৩৮১ কিলোমিটার জেলা সড়কের অধিকাংশই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জাতীয় মহাসড়কে বগুড়া অংশে রংপুর-ঢাকা এবং বগুড়া-নাটোর মহাসড়ক অংশে ১৩০ কিলোমিটার খানাখন্দ তুলনাম‚লক কম রয়েছে। ঢাকা-রংপুর মহাসড়কের খানাখন্দ মেরামত করা হলেও বৃষ্টিতে আগের রূপ নিচ্ছে। তারপরও ঈদে মানুষের দুর্ভোগ কম হবে বলে আশা প্রকাশ করছেন যাত্রী ও চালকেরা। কিন্তু আঞ্চলিক মহাসড়কের মধ্যে বগুড়া-নওগাঁ মহসড়কে উন্নয়ন কাজ চলায় গত একবছর এই সড়কে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। তবে সম্প্রতি কাজে গতি আসায় দুর্ভোগ কিছুটা কমেছে।

জেলা সড়কে চলাচলকারী যানবাহনের কয়েকজন চালকের সাথে কথা বললে তিনি বলেন, সড়কে খানাখন্দের কারণে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে এবং যানবাহনের যন্ত্রাংশ বিকল হচ্ছে। কিন্তু এখনো এসব অভ্যন্তরীণ সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, জাতীয় মহাসড়কের অবস্থা ভালো রয়েছে, যেসব জায়গায় খানাখন্দ আছে, তা ঈদের আগেই মেরামত করা হবে। তবে বরাদ্দ না থাকায় জেলা সড়কগুলো স্থায়ীভাবে মেরামত করা সম্ভব হচ্ছে না। তবে ঈদের আগে সাময়িকভাবে মেরামত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়