শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৪:১১ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলুন, ইমরান খানকে নরেন্দ্র মোদীর আহ্বান

সান্দ্রা নন্দিনী : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রোববার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদীকে তার বিপুল বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ইয়ন’কে একাধিকসূত্র এখবর নিশ্চিত করেছে যে, নির্বাচনের ফলপ্রকাশের পর ইমরান খানের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে ফোন করে শুভেচ্ছা জানানো হলে মোদীর পক্ষ থেকে সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান। এর পাশাপাশি, ২ মিনিট ১২ সেকেন্ডের ফোনালাপে দুই প্রধানমন্ত্রী দারিদ্র্যের বিরুদ্ধে একসাথে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেন। ইয়ন

সূত্রমতে, ইমরান খান কেবল অভিনন্দন জানাতেই ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলে মোদীর পক্ষ থেকে তার শপথ অনুষ্ঠানে ইমরানকে আমন্ত্রণ জানানো হয়নি। মোদীর শপথ অনুষ্ঠান আগামী ৩০ মে সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ফোনালাপে প্রধানমন্ত্রী মোদী আস্থা তৈরি এবং সংঘাত ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলার বিষয়ে জোর দেন। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলতে সন্ত্রাস দমনের কোনও বিকল্প নেই।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে দুইনেতা একসাথে কাজ করার কথা জানান। এছাড়া, পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুইদেশের জনগণের কল্যাণের বিষয়টি বিবেচনায় এনে ঐকমত্য হওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ভারতের জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় হামলার পর এটিই প্রথম দুই প্রধানমন্ত্রীর কথোপকথন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়