শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ১১:৩১ দুপুর
আপডেট : ২৭ মে, ২০১৯, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ লাখ টন লবন অবিক্রিত, উদ্বেগে চাষীরা

ডেস্ক রিপোর্ট : চলতি মৌসুমে ৫৮ বছরের সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে দেশে। পাশাপাশি গত মৌসুমের লবণও বিভিন্ন পর্যায়ে মজুদ রয়েছে। এ অবস্থায় প্রক্রিয়াজাত কোম্পানিগুলো হঠাৎ লবণ কেনা বন্ধ করে দেয়ায় চাষী পর্যায়ে প্রায় ৬ লাখ টন লবণ অবিক্রীত রয়েছে। কৃষক পর্যায়ে লবণের দাম প্রায় অর্ধেকে নেমে আসায় মজুদ নিয়ে উদ্বেগে আছেন লবণচাষীরা।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), কক্সবাজারের লবণচাষী সমিতি ও স্থানীয় মিল মালিক সূত্রে

জানা গেছে, চলতি মৌসুমে ১৬ লাখ টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদিও উৎপাদন এরই মধ্যে ১৮ লাখ টন ছাড়িয়েছে। এসব অঞ্চল থেকে এসিআই সল্ট লিমিটেড, মোল্লা সল্ট, মধুমতিসহ বড় ও নামি কোম্পানিগুলো লবণ কেনা বন্ধ করে দিয়েছে। এর প্রভাব পড়েছে চাষী পর্যায়ে লবণের দামে। তিন সপ্তাহ আগেও যে লবণ ২৮০-৩০০ টাকা মণদরে বিক্রি হয়েছিল, এখন তা ১৫০-১৮০ টাকায় নেমে এসেছে। দরপতনের কারণে ব্যাপক লোকসানের আশঙ্কায় লবণ বিক্রি করছেন না চাষীরা। ক্ষেতের মধ্যেই গর্ত করে রাখতে হচ্ছে এসব লবণ।

লবণচাষী সংগ্রাম পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, হঠাৎ করেই লবণ কেনা বন্ধ করে দিয়েছে বড় কোম্পানিগুলো। ফলে বিপুল পরিমাণ লবণ অবিক্রীত পড়ে আছে। লবণ আমদানি বন্ধ হচ্ছে না। এ সংকটের সমাধান না হলে লবণ উৎপাদন ও বিপণনে জড়িত কক্সবাজারের প্রায় পাঁচ লাখ মানুষ পথে বসবে।

সম্প্র্রতি বিভিন্ন ব্র্যান্ডের ৫২ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেন হাইকোর্ট। এসব পণ্যের মধ্যে নয়টি লবণ কোম্পানি। এগুলো হলো এসিআই, মোল্লা সল্ট, দাদা সুপার, মধুমতি, তীর, মদিনা, স্টারশিপ,  তাজ ও নূর স্পেশালের আয়োডিনযুক্ত লবণ। ফলে এসব কোম্পানি এখন আর লবণ কিনছে না।

এসিআই সল্ট লিমিটেডের বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসান বলেন, চাষীদের কাছ থেকে আমরা প্রতিদিন প্রায় ১৫ হাজার মণ লবণ সংগ্রহ করি। এসব লবণ প্রক্রিয়া করেই বাজারে বিপণন করি। তবে মহামান্য আদালতের নিষেধাজ্ঞায় উৎপাদন বন্ধ থাকায় আমরা খুচরা বাজার থেকে লবণ কেনা বন্ধ রেখেছি।

বিসিক সূত্রে জানা গেছে, কক্সবাজারে বাণিজ্যিকভাবে লবণ উৎপাদন শুরু হয় ১৯৬০ সালে। সেই থেকে গত ৫৮ বছরে ১৮ লাখ টন লবণ উৎপাদনের রেকর্ড নেই। কেবল ২০১৩ মৌসুমে লবণ উৎপাদন হয়েছিল ১৭ লাখ ৫২ হাজার টন। চলতি মৌসুমে দেশে ভোক্তা ও শিল্প খাতে লবণের চাহিদা রয়েছে ১৬ লাখ ৬৫ হাজার টন। গত বছরের নভেম্বর মাসের মাঝামাঝি থেকে চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার সদরসহ কক্সবাজারের উপকূল ও চট্টগ্রামের বাঁশখালীর উপজেলায় লবণ উৎপাদনে জড়িত রয়েছেন চার লাখের বেশি কৃষক ও শ্রমিক। অনুকূল আবহাওয়া থাকায় ১৩টি মোকামের অধীনে লবণ উৎপাদন ছাড়িয়েছে ১৮ লাখ টন। বড় কোম্পানিগুলো এখন লবণ কিনতে চাইছে না।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়