শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৪:০৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণফোরামের ইফতারে আওয়ামী লীগ নেতা ফারুক খান

শিমুল মাহমুদ : কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরামের আমন্ত্রণে সাড়া দিয়ে দলটির ইফতার মাহফিলে যোগ দিয়েছেন আওয়ামী লীগ নেতা ফারুক খান। একাদশ সংসদ নির্বাচনের আগে কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ সমমনা দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর এই প্রথম তাদের কোনো অনুষ্ঠানে আওয়ামী লীগের কোনো নেতা অংশ নিলেন।

রোববার বিকালে কাকরাইলের ঈসা খাঁ হোটেলে গণফোরামের পক্ষে দলটির সভাপতি কামাল হোসেন এই ইফতারের আয়োজন করেন।

বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত দলগুলোর নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক তাতে অংশ নেন। ইফতারে আমন্ত্রণ জানানোয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গণফোরাম নেতাদের ধন্যবাদ জানান ফারুক খান।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এখানে আমি আসার আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন, তিনি তার ব্যক্তিগত এবং স্বাস্থ্যগত কারণে উপস্থিত থাকতে পারছেন না। তিনি (প্রধানমন্ত্রী) আমাকে তার পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের পক্ষে থেকে আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। ইনশাল্লাহ আজকের এই ইফতার মাহফিলে আমরা দোয়া করবো, তিনি (শেখ হাসিনা) যেন আরও ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন এবং আল্লাহ তাকে দেশের জনগণের জন্য কাজ করার তওফিক দান করেন।

এদিকে ইফতারপূর্ব অনুষ্ঠানে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ইফতারে অংশ নেওয়ায় বিভিন্ন দলের নেতাদের ধন্যবাদ জানান। গণফোরামের ইফতার অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে আব্দুল মঈন খান, ফজলুর রহমান, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বিকল্পধারা বাংলাদেশের শাহ আহমেদ বাদল, জাতীয় ঐক্য প্রক্রিয়ার মিলু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়