শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০১:০৫ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন মোদী

লিহান লিমা: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার দিনক্ষণ নির্ধারিত হয়েছে। রোববার দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্ট এক টুইট বার্তায় জানিয়েছেন, ৩০ মে, বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টায় মোদি ও তার নতুন মন্ত্রীসভা রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করবেন। এনডিটিভি, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস

শনিবার এনডিএ মোদিকে নেতা নির্বাচিত করার পর প্রেসিডেন্ট কোবিন্দ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। রাষ্ট্রপতির কাছ থেকে নিয়োগপত্র পাওয়ার পর মোদি বলেন, ‘মানুষের জন্য কাজ করতে আর দেরি করতে পারছি না। এই দেশ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করছে, এই গণরায় জনগণের প্রত্যাশার প্রতিফলন।’

মোদির নতুন মন্ত্রীসভায় কে কে থাকবেন তা নিয়ে এখনো জল্পনা-কল্পনা চলছে। মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ এবারের মন্ত্রীসভায় নতুন মুখ চাইবেন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিজেপির আসন ২ থেকে ১৮তে পৌঁছায় মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের প্রাধান্য থাকবে। তবে এখন পর্যন্ত ‘বিগ-ফোর’, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থ নিয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয় নি। কিছু সূত্র বলছে, স্বাস্থ্যগত কারণে অর্থমন্ত্রী অরুণ জেটলি ইস্তফা দিতে পারেন, তার স্থান নিতে পারেন রেলওয়ে ও কয়লা মন্ত্রী পিযুষ গোয়াল। টেক্সটাইল মন্ত্রী স্মৃতি ইরানি আরো গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে মনে করা হচ্ছে, চার দশক ধরে গান্ধী পরিবারকে সমর্থন করে আসা আমেথিতে রাহুল গান্ধীকে হারিয়েছেন তিনি।

এবারের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ভারতের পার্লামেন্টের নিম্ন কক্ষের ৫৪৫টি আসনের মধ্যে ৩৫২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়