শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০১:০৫ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন মোদী

লিহান লিমা: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার দিনক্ষণ নির্ধারিত হয়েছে। রোববার দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্ট এক টুইট বার্তায় জানিয়েছেন, ৩০ মে, বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টায় মোদি ও তার নতুন মন্ত্রীসভা রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করবেন। এনডিটিভি, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস

শনিবার এনডিএ মোদিকে নেতা নির্বাচিত করার পর প্রেসিডেন্ট কোবিন্দ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। রাষ্ট্রপতির কাছ থেকে নিয়োগপত্র পাওয়ার পর মোদি বলেন, ‘মানুষের জন্য কাজ করতে আর দেরি করতে পারছি না। এই দেশ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করছে, এই গণরায় জনগণের প্রত্যাশার প্রতিফলন।’

মোদির নতুন মন্ত্রীসভায় কে কে থাকবেন তা নিয়ে এখনো জল্পনা-কল্পনা চলছে। মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ এবারের মন্ত্রীসভায় নতুন মুখ চাইবেন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিজেপির আসন ২ থেকে ১৮তে পৌঁছায় মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের প্রাধান্য থাকবে। তবে এখন পর্যন্ত ‘বিগ-ফোর’, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থ নিয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয় নি। কিছু সূত্র বলছে, স্বাস্থ্যগত কারণে অর্থমন্ত্রী অরুণ জেটলি ইস্তফা দিতে পারেন, তার স্থান নিতে পারেন রেলওয়ে ও কয়লা মন্ত্রী পিযুষ গোয়াল। টেক্সটাইল মন্ত্রী স্মৃতি ইরানি আরো গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে মনে করা হচ্ছে, চার দশক ধরে গান্ধী পরিবারকে সমর্থন করে আসা আমেথিতে রাহুল গান্ধীকে হারিয়েছেন তিনি।

এবারের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ভারতের পার্লামেন্টের নিম্ন কক্ষের ৫৪৫টি আসনের মধ্যে ৩৫২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়