শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৪:২৬ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ফাহিমা খাতুন বললেন, স্থানীয় শিক্ষাপ্রশাসন শক্ত অবস্থান নিলে কোনো বিদ্যালয় প্রশ্নপত্র কিনে নিতে পারবে না

আমিরুল ইসলাম : প্রশিক্ষণ পেয়েও সৃজনশীল প্রশ্নের চর্চা করছেন না শিক্ষকরা। সব শিক্ষকই সৃজনশীল বিষয়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পেয়েছেন। প্রশিক্ষণ পাননি এমন শিক্ষক এখন খুঁজে পাওয়া যাবে না। আবার নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের সক্ষমতা থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে বাইরে থেকে প্রশ্নপত্র সংগ্রহ করছে অনেক প্রতিষ্ঠান। বর্তমানে সাড়ে ১৩ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বাজার থেকে কেনা প্রশ্নপত্র দিয়ে বার্ষিক, অর্ধবার্ষিক ও অন্যান্য একাডেমিক পরীক্ষা নেয়া হচ্ছে। এতে শিক্ষকদের সৃজনশীল চর্চা থেকে বঞ্চিত করা হচ্ছে। এমনটা কেন করা হচ্ছে এবং এ সমস্যা সমাধানের উপায় কি জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন বলেছেন, স্থানীয় শিক্ষা প্রশাসন ও স্থানীয় প্রশাসন একটু শক্ত অবস্থান নিলে কোনো বিদ্যালয় প্রশ্ন কিনে নিতে পারবে না।

তিনি আরো বলেন, প্রশ্ন কিনে নেয়ার পেছনে সৃজনশীল প্রশ্ন করতে না পারা শুধু কারণ নয়, এটার পেছনে একটা বড় বাণিজ্য আছে। নোটবই ও গাইডবইয়ের পেছনে যেমন বাণিজ্য আছে প্রশ্নপত্র কেনার পেছনেও তেমন বাণিজ্য আছে। এ বাণিজ্য বন্ধ করতে গেলে স্থানীয়ভাবে শক্ত অবস্থানে যেতে হবে। কেন্দ্র থেকে এটা বন্ধ করা মাউশির পক্ষেও সম্ভব নয়, মন্ত্রণালয়ের পক্ষেও সম্ভব নয়। গত দশ বছরে শিক্ষকদের যথেষ্ট প্রশিক্ষণ দেয়া হয়েছে। ফিল্ডে খোঁজ নিলেও দেখা যাবে রেগুলার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণের অভাবে না, যেসব শিক্ষা প্রতিষ্ঠান প্রশ্নপত্র তৈরি করছে না, তারা বাণিজ্যের জন্য করছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়