শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৩:০২ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্ক ওয়াহ’র চোখে বিশ্বকাপের সম্ভাব্য সেরা তিন

স্পোর্টস ডেস্ক : অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ দিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে আসন্ন বিশ্বকাপে ব্যাট বলের লড়াই। দিন পাঁচেক পরই মাঠে গড়াচ্ছে মেগা আসরের মূল লড়াই। সেই লড়াইকে সামনে রেখেই ক্রিকেটের রথী-মহারথীরা জানাচ্ছেন নিজেদের বিশ্বকাপ ভাবনা, দিচ্ছেন সম্ভাব্য সফল হওয়াদের তালিকা। অজি তারকা মার্ক ওয়াহ জানালেন বিশ্বকাপে ব্যাট হাতে রাজত্ব করবে কোন তিনজন।

অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটার তার বাজির দৌড় রেখেছেন হট ফেভারিট ইংল্যান্ড, ভারত ও নিজ দেশের একজন করে মোট তিনজন ব্যাটসম্যানের উপর। যারা তিনজনই সময়ের সেরাদের কাতারে উপরের দিকেই আছেন। একা হাতে জিতিয়ে দিতে পারেন ম্যাচ, দলের বিশ্বকাপ জয়ে রাখতে পারেন বড় ভূমিকা।

তাদের মধ্যে ভারতীয় দলপতি ভিরাট কোহলি যে থাকছেনই পাঠক নিশ্চিয়ই এতক্ষণে ধারণাও করে ফেলেছেন। আন্তর্জাতিক ওয়ানডেতে ৪১ সেঞ্চুরিতে ৫৯.৫৮ গড়ে ইতোমধ্যে ১০ হাজারের বেশি রান করে ফেলা কোহলিকে ওয়াহ রেখেছেন শীর্ষেই। নিজের তৃতীয় ও অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া কোহলিও ব্যাটে রানে ফোয়ারা ছুটাবেন ওয়াহর মত অনেকেরই প্রত্যাশা।

৫৩ বছর বয়সী অস্ট্রেলিয়ার ৯৯ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপ‚র্ণ সদস্য মার্ক ওয়াহর তালিকার দ্বিতীয় নাম স্বাগতিক ইংল্যান্ডের ব্যাটসম্যান জস বাটলার। এমনিতেই সাম্প্রতিক পারফম্যান্স আর নিজেদের কন্ডিশন বলে এবারের বিশ্বকাপ জয়ের বড় দাবিদার ইংলিশরাই। আর যাদের হাত ধরে আসতে পারে নিজেদের প্রথম বিশ্বকাপ শিরোপা, তাদের একজন জস বাটলার। ওয়ানডে ব্যাটিং গড় ৪১.৫৪, এবছর দুই সেঞ্চুরিতে ৭১.০০ গড়। ফলে বেশ ভালোভাবেই রানের মধ্যে আছেন দেখা যাচ্ছে স্পষ্টই।

তালিকার তৃতীয় নামটি নির্বাচন করতে একটু দ্বিধা-দ্বন্দ্বে পড়তে হয়েছে মার্ক ভাইদের ছোটজনের। যে দুজনকে নিয়ে পড়েছেন ঝামেলায় তারা হলেন স্বদেশী অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। তবে শেষ মুহূর্তে অজি দলপতি ফিঞ্চকে হটিয়ে তালিকায় জায়গা করে নেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ওপেনার ডেভিড ওয়ার্নার। মূলত সবশেষ আইপিএলের দুর্দান্ত ফর্মই তাকে বিবেচনায় রাখতে বাধ্য করে।

১২ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৮ হাফ-সেঞ্চুরিতে ৬৯.২০ গড়ে করেন টুর্নামেন্ট সর্বোচ্চ ৬৯২ রান। যদিও অস্ট্রেলিয়ার জার্সিতে অনুশীলন ম্যাচগুলোয় হতাশ করেছেন ওয়ার্নার, তবে বড় মঞ্চের খেলোয়াড় বলে ওয়াহ আস্থা রাখছেন নির্বিঘ্নে। ক্রিকেট নাইন্টি সেভেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়