শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০১:১৯ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ১০ লাখ টাকাসহ ২ ছিনতাইকারী আটক

সুজন কৈরী : রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২ জন সদস্যকে আটক করেছে র‌্যাব-২। তারা হলো- রায়হান কবির (৩৯) ও আহম্মেদ মোস্তাফা হাবিব (৩২)। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১০ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ এর স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহীদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী আবু এহসান ফয়সাল ১২লাখ ২৫হাজার টাকা নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে খিলক্ষেতের রিজেন্সী হোটেল সংলগ্ন রাজউক ট্রেড সেন্টারের যান। এ সময় গাড়িটি পার্কিং করে ভবনে ঢুকার সময় দুই ছিনতাইকারী ফয়সালের কাঁধে থাকা টাকা ভর্তি চামড়ার ব্যাগটি ছিনিয়ে দৌড়ে পালিয়ে যায়। ওই ব্যবসায়ীদের চিৎকারে পাশেই থাকা র‌্যাবের টহল টিমের সদস্যরা গিয়ে রায়হান কবিরকে আটক করে। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আটককৃতের দেয়া তথ্যে পালিয়ে যাওয়া মূল ছিনতাইকারী হাবিবকে ধরতে রাতভর অভিযান চালানো হয়। কিন্তু আটক রায়হান বিভিন্ন স্থানের তথ্য দিলেও হাবিবকে কোথাও পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে জানা যায়, পলাতক হাবিব কল্যাণপুর এলাকায় ভাড়া বাসায় থাকে। পরে শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে হাবিবকে আটক করা হয়। এরপর হাবিবের দেখানো মতে ছিনতাইকৃত ১০লাখ ২০হাজার টাকা উদ্ধার করা হয়।

এএসপি শহিদুল বলেন, আটক ছিনতাইকারীরা আগে থেকেই ভুক্তভোগী ফয়সালকে অনুসরণ করছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়