শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৬ মে, ২০১৯, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোজাফ্ফর আহমদ সামাজিক আন্দোলনের অগ্রসৈনিক

ইউসুফ আলী বাচ্চু : অধ্যাপক মোজাফ্ফর আহমদ একজন সহৃদয়, হৃদয়বান সৎ মানুষ ছিলেন, ছিলেন অন্যের প্রতি নিবেদিত প্রাণ। তিনি আমাদের আদর্শ হয়ে থাকবেন। সমকালিন বাস্তবতা সম্পর্কে সচেতন অর্থনীতিবিদ, জাতীয়তাবাদি অর্থনীতির অনন্য প্রবক্তা, সামাজিক আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন তিনি।

শনিবার ধানমন্ডির মাইডাস ভবনের ইএমকে সেন্টারে অধ্যাপক মোজাফ্ফর আহমদ স্মৃতি সংসদ আয়োজিত অধ্যাপক মোজাফ্ফর আহমদের ৭ম মৃত্যুবার্ষিকীতে আলোচকরা একথা বলেন।

ড. আতিউর রহমান অধ্যাপক আহমদকে সমকালিন বাস্তবতা সম্পর্কে সচেতন অর্থনীতিবিদ, জাতীয়তাবাদি অর্থনীতির অনন্য প্রবক্তা, সামাজিক আন্দোলনের অগ্রসৈনিক বলে অভিহিত করেন। মতাদর্শিক গোঁড়ামির উর্দ্ধে ওঠার সক্ষমতাও তাঁর ছিল বলে তিনি মত প্রকাশ করেন। তিনি বলেন, অধ্যাপক মোজাফ্ফর আহমদ ছিলেন বাংলাদেশের এক অসাধারণ অর্থনীতিবিদ। নানান তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তিনি আরও বলেন, তাঁর জীবন, কর্ম ও চিন্তা পর্যালোচনা করলে দেখা যায় তিনি যে শুধুমাত্র এথিক্স আর ইউটিলিটারিয়ান দর্শনের দ্বারা তাড়িত হয়েছেন তা কিন্তু নয়, তিনি ছিলেন একইসাথে মোরাল এবং বাস্তববাদী অর্থনীতিবিদ, শিক্ষক, সমাজ-চিন্তক এবং সমাজ-কর্মী।

অধ্যাপক রেহমান সোবহান বলেন, অধ্যাপক মোজাফ্ফর আহমদ একজন ‘সিরিয়াস’ ইকনমিস্ট ও শিক্ষক ছিলেন। তিনি দেশের মানুষের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন এটা ‘রেয়ার’ ক্য়োালিটি, এটা সাধারণত দেখা যায় না।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, তিনি একজন সহৃদয়, হৃদয়বান সৎ মানুষ ছিলেন, ছিলেন অন্যের প্রতি নিবেদিতপ্রাণ তিনি আমাদের আদর্শ হয়ে থাকবেন।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিভিন্ন পেশা, পরিচয়, মত ও ধর্মের মানুষ এখানে একত্রিত হয়েছেন তাঁর একটাই কারণ যে, মোজাফ্ফর আহমদ একজন পরিপূর্ণ মানুষ ছিলেন।

অধ্যাপক মোজাফ্ফর আহমদ ব্যক্তিজীবনে অনেক আকর্ষণীয় ও সাহসি ছিলেন উল্লেখ করে খোন্দকার ইব্রাহিম খালেদ তাঁর বক্তব্যে বলেন, প্রতিবাদ করার সাহস কমে গেলে সমাজের পতন শুরু হয়। তিনি জনগণ কর্তৃক স্বীকৃতি পেয়েছেন তাই তিনি বেঁচে থাকবেন বলেও এ সময় তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে অধ্যাপক বজলুল হক খোন্দকার, ড. বদিউল আলম মজুমদার, ডাঃ আব্দুল মতিন, ফরিদা আক্তারসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ, পরিবারের সদস্য, ছাত্র ও বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়