শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ২৯

মৌরী সিদ্দিকা : সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২৯ জনকে আটক করেছেন র‌্যাব । শুক্রবার (২৫ মে) সকালে কলারোয়ায় একটি ভবনে ‘ফাঁস হওয়া’ প্রশ্নপত্রের উত্তর ঠিক করার সময় তাদের আটক করা হয়। - বাংলা ট্রিবিউন
আটক ব্যক্তিদের মধ্যে নারীসহ ১৬ জন পরীক্ষার্থী, প্রশ্ন ফাঁস চক্র কিডস ক্লাবের পরিচালকসহ পাঁচ কর্তা ব্যক্তি ও আট জন অভিভাবক রয়েছেন।
র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি কমান্ডার লে. মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীরা কলারোয়া উপজেলা সদরের সোনালী সুপার মার্কেট ভবনের কিডস ক্লাব সেন্টারে আসেন। তারা সেখানে রাত যাপন করেন। রাতে ও সকালে মোবাইল ফোনে তাদের কাছে প্রশ্নপত্র আসে। সেখানে ওই প্রশ্নের উত্তর মেলানো হয়। খবর পেয়ে র‌্যাব সদস্যরা ভবনটি ঘিরে ফেলেন। সেখান থেকে প্রথমে ২২ জনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আরও সাত জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তাও রয়েছেন।
র‌্যাব জানায়, তারা জানতে পারেন, ঢাকায় বসে একটি প্রশ্নপত্র ফাঁসকারী চক্র ১২ লাখ টাকার বিনিময়ে মোবাইল ফোনে প্রশ্নপত্র ও তার উত্তরপত্র অভিভাবক ও শিক্ষার্থীদের জানাবে বলে চুক্তি করে। ওই চুক্তি অনুযায়ী, প্রশ্ন ও উত্তর ব্লাক বোর্ডে লিখে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হচ্ছিল। এ জন্য সিন্ডিকেটের হাতে অগ্রিম পাঁচ লাখ টাকা দিতে হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের। বাকি টাকা পরীক্ষা শেষে দেওয়ার কথা ছিল।
আটক পরীক্ষার্থীদের সঙ্গে ২৪ মে’র প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ছিল। সেখান থেকে কিডস ক্লাবের প্যাডে হাতে লেখা প্রশ্নপত্র ও উত্তরপত্র উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়