শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৬:২৮ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লি থেকে উচ্চ পর্যায়ের সফর আশা করছে ঢাকা

মৌরী সিদ্দিকা : ভারতে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর নয়াদিল্লি থেকে উচ্চ পর্যায়ের একটি সফর আশা করছে ঢাকা। নির্বাচনি ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ফের সরকার গঠন এবং জোটটির নেতা নরেন্দ্র মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন। সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘গত এপ্রিলে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে উচ্চ পর্যায়ের সফরের বিষয়টি আলোচিত হয়।’ - বাংলা ট্রিবিউন

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে গত ১৬ এপ্রিল নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মধ্যাহ্ন ভোজের বৈঠকে মিলিত হন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ২০১৪ সালে নির্বাচিত হওয়ার এক বছর পর তিনি ঢাকা সফর করেন। ফিরতি সফর হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে নয়াদিল্লি সফর করেন।

ওই কর্মকর্তা বলেন, ‘এখন দিল্লি থেকে প্রধানমন্ত্রীর ঢাকা আসার কথা। ভারতের একটি প্রতিবেশী নীতি আছে যেখানে বাংলাদেশের অবস্থান কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ এবং উষ্ণ সম্পর্কের কারণে দুই দেশ অনেক কিছু অর্জন করতে সক্ষম হয়েছে।’ ২০১৪ সালে ভারতে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের প্রথম একক সফর ছিল বাংলাদেশ- উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বোঝাপড়া কৌশলগত সম্পর্কের থেকেও বেশি এবং আমরা এই অবস্থা বজায় রাখতে চাই।’ উচ্চ পর্যায়ের সফর প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘দেখা যাক। সময় হলেই জানতে পারবেন।’

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এরপরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথাও হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা মোদিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়