শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৩:৩৮ রাত
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে র‌্যাব-পুলিশের অভিযানে ৮২ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার

সুজন কৈরী : রাজধানীর গুলশান, যাত্রবাড়ী ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক রাখা ও সেবনের দায়ে ৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। ডিএমপির মিডিয়া সেন্টার সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুত্রবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে ৭৫জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮হাজার ৭৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১হাজার ৩৫৬ গ্রাম ৫৩১ পুরিয়া হেরোইন, ৬৫০ গ্রাম ৭১ পুরিয়া গাঁজা, ৪১৮ বোতল ফেন্সিডিল, ১২ ক্যান বিয়ার ও ২৫টি ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা হয়েছে।

খিলগাঁও জোনের সিনিয়র এসি মো. জাহিদুল ইসলাম সোহাগ জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলগাঁওয়ের ছাহেরুনবাগের সাইন বোর্ডের নীচে অভিযান চালিয়ে নূর মোহাম্মদ নামের একজনকে ৩শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার দেয়া তথ্যে নবীনবাগের নতুন রাস্তা এলাকা থেকে মাসুদ মিয়া নামের আরো একজনকে ১শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত নিশান পেট্রোল জীপ গাড়ি আটক করা হয়েছে। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা হয়েছে।

গুলশান থানা সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার গুলশানের শাহজাদপুরের সুবাস্তু নজরভ্যালীর সামনে অভিযান চালিয়ে হামিদুল খন্দকার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ও তা বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। হামিদুল কক্সবাজারের টেকনাফ থেকে পাইকারী দরে ইয়াবা কিনে গুলশানসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৪৫পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। তারা হলো- সেলিনা আক্তার (৩৯), বাবু (২৫), বাদল হোসেন (৩৭) ও শাহেনেওয়াজ চৌধুরী অনিক (২২)। র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক জানান, আটককৃতদের কাছ থেকে ইয়াবা ছাড়াও ৬টি মোবাইল ফোনসেট ও নগদ ১ হাজার ৯শ’ টাকা উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়