শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৫ মে, ২০১৯, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোহলিকে মেশিন বলে আখ্যায়িত করেছেন লারা

স্পোর্টস ডেস্ক : ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান তা আর বলা বাহুল্য রাখেনা। টপ অর্ডার এই ব্যাটসম্যান যে আসন্ন বিশ্বকাপের সবচেয়ে বড় নাম- এ নিয়ে নেই কোনো সংশয়। তাই তো সাবেক কালজয়ী ব্যাটসম্যান ব্রায়ান লারাও কোহলির প্রশংসায় মশগুল। তার সাবেক দল উইন্ডিজও খেলবে বিশ্বকাপে। যদিও ভারতীয় অধিনায়কদের কাছে আর কোনো ব্যাটসম্যানই যেন ‘পাত্তা পাচ্ছেন না’ লারার রাডারে।

লারার কাছে কোহলির পারফরম্যান্স এতটাই অতিমানবীয় যে তার কাছে কোহলিকে মেশিন মনে হয়, মানুষ নয়! ভারতের এক সংবাদ সংস্থাকে লারা বলেন, ‘সে মেশিন। আশি কিংবা নব্বইয়ে আমরা যেমন ক্রিকেটার দেখে অভ্যস্ত ছিলাম সে তাদের চেয়ে আলাদা।’

লারা মনে করেন, তাদের সময়ে ক্রিকেটারদের ফিটনেস যতটা গুরুত্বপূর্ণ ছিল এখন সেই গুরুত্ব আরও বেড়েছে। আর কোহলি ফিটনেস ধরে রেখেই এমন চমকপ্রদ পারফরম্যান্স প্রদর্শন করে যাচ্ছেন।

তিনি বলেন, ‘ফিটনেস গুরুত্বপূর্ণ। তবে এখন যতটা গুরুত্বপূর্ণ ততটা না। এখন প্রচুর খেলতে হয় তাই ভালো ফিটনেস ধরে রাখা জরুরি। সে বুঝিয়ে দিয়েছে ফিটনেসই সবকিছুর চাবিকাঠি।’

শচীন টেন্ডুলকার ও কোহলির মধ্যে তুলনা করার কথা বলায় তুলনার রেখা না টেনে লারা বলেন, ‘একজন লোক যতবার মাঠে যাচ্ছে ততবারই রান করছে। শচীন টেন্ডুলকার আমার কাছে অন্যতম সেরা। আমি দুজনের তুলনা করব না তবে কোহলি অসাধারণ প্রতিভা। তরুণদের কাছে উদাহরণ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়