শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ১১:১৯ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৯, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দু’বছরের জন্য মেলবোর্ন স্টারসের কোচ হচ্ছেন ডেভিড হাসি

স্পোর্টস ডেস্ক : নতুন ইনিংস শুরু করলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড হাসি। তাকে এবার দেখা যাবে কোচের ভ‚মিকায়। তাও নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজির, ক্যাপ্টেন হিসাবে যে দলকে তিনি বিগ ব্যাশ লিগের ফাইনালে তুলেছিলেন।

আগামী দুই বছরের জন্য মেলবোর্ন স্টারসের হেড কোচের দায়িত্বে দেখা যাবে ডেভিড হাসিকে। তৃতীয় হেড কোচ হিসাবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। হাসি স্থলাভিষিক্ত হবেন সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের। তারও আগে মেলবোর্ন স্টারসকে কোচিং করিয়েছেন শিপার্ড। এবার হাসির সঙ্গে লড়াইয়ে ছিলেন ডেভিড সাকের। তবে শেষমেশ শিকে ছেঁড়ে হাসির ভাগ্যেই।

বছর দুয়েক আগেও খেলে যাওয়া ফ্র্যাঞ্চাইজির কোচ হতে পেরে অত্যন্ত খুশি হাসি। তিনি উচ্ছ¡াস লুকিয়েও রাখেননি। যদিও ক্রিকেটারদের সঙ্গে মাঠে নেমে পড়ার আগেই তিনি ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করে দিয়েছেন। চুক্তিতে সই করেই হাসি জানিয়েছেন, যে কোনো ম‚ল্যে দলকে সাফল্য এনে দেওয়াই হবে তার প্রধান লক্ষ্য।

হাসি বলেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। কোচ হিসাবে স্টারসের দায়িত্ব নিয়ে রীতিমতো রোমাঞ্চিত। স্টিফেন দলের মধ্যে অনেক ইতিবাচক দিকের সঞ্চার করেছে। আমি নতুন করে পরিকল্পনা করার সময় সেগুলোকেই কাজে লাগাতে চাইব। ক্যাপ্টেন হিসাবে বিগ ব্যাশের ফাইনালে হার আজও আমাকে কষ্ট দেয়। সুতরাং আমি বুঝি গত মৌসুমের হার ক্রিকেটারদের কতটা যন্ত্রণা দিয়েছে। এবার চাইব কোচ হিসাবে স্টারসকে বিগ ব্যাশের ট্রফি এনে দিতে। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়