শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ১০:১৪ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৯, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোল্যান্ডের প্রধান কোচকে জাতীয় হকি দলে নিয়োগ দিলো ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক : আগামী জুনে ইনডোর এশিয়া কাপের আসর বসবে থাইল্যান্ডে। এশিয়ার এই ইনডোর জায়ান্ট ইভেন্টে প্রথমবার অংশ নিবে বাংলাদেশ হকি দল। তারই অংশ হিসেবে গত দুদিন আগে ৩৪ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এখন অপেক্ষা শুধু দ্রু ত সময়ের প্রস্তুতি। টুর্নামেন্ট ইনডোর বিধায় অভিজ্ঞতা আছে এমন বিদেশি কোচের সন্ধান করছিল ফেডারেশন। অবশেষে পোল্যান্ডের সাবেক হকি খেলোয়াড় ও প্রধান কোচকে নিয়োগ দিতে চলেছে দেশের হকির সর্বোচ্চ অভিভাবক।

বাহফে সূত্রে জানা যায়, নতুন এই কোচের নাম মাসেইজ মাতুদজিন্সকি। পোল্যান্ড জাতীয় হকি দলের হয়ে ১৫০ ম্যাচ প্রতিনিধিত্ব করা সাবেক কোচকেই জিমিদের প্রস্তুতির জন্য নিয়োগ দেয়া হচ্ছে। মাসেইজ পোল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ। ২০০৫ সালে ইউরো হকি ন্যাশনস চ্যাম্পিয়নশিপে পোল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এই পোলিস।

এর আগে এশিয়ান হকি টুর্নামেন্টকে সামনে রেখে ৩৪ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল। আজ তারা ফেডারেশনে রিপোর্ট দিয়ে গেছে। আগামীকাল শনিবার বিকেল থেকে তাদের নিয়ে শুরু হবে আবাসিক ক্যাম্প। পোলিস কোচ কোচ আসা পর্যন্ত কোচ জাহিদ হোসেন রাজু ও আশিকউজ্জামান দলের দায়িত্বে থাকছেন।

নতুন বিদেশি কোচের চুক্তি নিয়ে ফেডারেশনের সহ-সভাপতি রশিদ শিকদার বলেন, ‘প্রাথমিকভাবে চুক্তি করেছি আমরা। শুধু এই টুর্নামেন্টের জন্য তাকে নিয়োগ দেয়া হচ্ছে। তবে, টুর্নামেন্টের পরে তাকে নিয়ে আলোচনায় বসে দীর্ঘমেয়াদী কোচ হিসেবে রাখা হবে কিনা সিদ্ধান্ত নেয়া হবে। মাসেইজ কবে আসছে সেটা দুয়েকদিনের মধ্যে জানানো হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়