শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৭:১১ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ঈদে গার্মেন্টস মালিকরা ইউরোপে যায়, আর শ্রমিকদের বেতনের দাবিতে আন্দোলন করতে হয়’

আসিফ হাসান কাজলঃ গার্মেন্টস ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেছেন, একদিকে গার্মেন্টস মালিকরা ভোগ বিলাস করবে। অন্যদিকে মাসের পর মাস পরিশ্রম করেও শ্রমিকরা বেতন বোনাস থেকে বঞ্চিত হবে। ঈদ মানেই শ্রমিকের চোঁখের জল।

শুক্রবার (২৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ রমজানের মধ্যে মাসের ঈদ বোনাসসহ সকলের বকেয়া পরিশোধ করার দাবিতে বিক্ষোভ করেছে গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সাভার, আশুলিয়া, উত্তরা, গাজীপুরসহ বিভিন্ন এলাকার গার্মেন্টস শ্রমিকরা এসময় রাস্তার উপর বসে অবস্থান ও সড়কে মিছিল করে।

সাংগঠনিক সম্পাদক খাইরুল আমিন মিন্টু বলেন, আশুলিয়ার অন্তত ১০টি গার্মেন্টস কারখানা এখনো বেতন দেয়নাই। আজকের সমাবেশস্থলে এমনও শ্রমিক রয়েছেন যারা এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাসের বেতন পায়নি।

বিক্ষোভ সমাবেশে গার্মেন্টস ট্রেড ইউনিয়নের নেতারা বলেন, শ্রমিক নেতাদের ফোন ট্রাকিং করে পুলিশের ধরতে সময় লাগে না। কিন্তু গার্মেন্টস মালিক বেতন না দিয়ে গা ঢাকা দিলেও পুলিশ তাদের খুঁজে পায় না, যা আমাদের কাছে হাস্যকর। তারা অভিযোগ করে বলেন, ঈদে গার্মেন্টস মালিকরা শপিং করতে ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুরে যায়, আর শ্রমিকদের বেতনের দাবিতে আন্দোলন করতে হয়।

এসময় ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারী দিয়ে বলেন, ঈদের আগে শ্রমিকের পাওনা পরিশোধ করা না হলে সারা দেশের শিল্পাঞ্চলে ধর্মঘট আহ্বান করা হবে। এছাড়াও বিজিএমইএ, বিকেএমইএ ও শ্রম মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর আন্দোলনে যাবে গার্মেন্টস শ্রমিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়