শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৫:২৫ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ মিশনের প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের জন্য মোটামুটি সব আয়োজন শেষ হয়ে গেছে। এখন শুধু মাঠে ব্যাটে-বোলের লড়াই দেখার পালা। গতকাল বৃহস্পতিবার ১০ দলের অধিনায়কের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শেষ হয়েছে আইসিসির আয়োজন। আর আজ থেকে শুরু হচ্ছে দলগুলার মাঠের লড়াই। বিশ্বমঞ্চে নামার আগে আইসিসির অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে অংশগ্রহণকারী দেশগুলা।

বিশ্বমঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজ এরই মধ্যে শেষ করেছে ১০টা দলই। এবার অপেক্ষায় মাঠের লড়াই, মূল আসরের সেই লড়াইয়ে অংশ নেওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বেধে দেওয়া সূচি অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ। সর্বমোট ৫ দিনে ১০টা ম্যাচের আয়োজন করেছে আয়োজক কর্তৃপক্ষ। যেখানে শুরুর দিনে মাঠে নামছে ৪ দল।

বাংলাদেশ সময় আজ দুপুর সাড়ে তিনটায় হতে যাওয়া ম্যাচে ব্রিস্টলে আফগানিস্তানে মুখোমুখি হবে ১৯৯২ বিশ্বকাপজয়ী দল পাকিস্তান। একই সময় কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অধিনায়ক ফাফ ডু প্লেসিসের দক্ষিণ আফ্রিকা। ম্যাচ দুটিই সরাসরি টিভি পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন সমর্থকেরা।

উল্লেখ্য, বাংলাদেশ ২৬ ও ২৮ তারিখ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৬ তারিখ ভারত ও ২৮ তারিখ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়