শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৩:৫৪ রাত
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফির মতোই গম্ভীরও জয় দিয়েই রাজনীতি শুরু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খেলা থেকে অবসর না নিয়েই রাজনীতিতে যোগ দিয়ে আলোড়ণ সৃষ্টি করেছিলেন। তবে প্রথমবার রাজনীতিতে পা রেখেই বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য হন। এবার একই পথে হাঁটলেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরও। তবে তিনি ক্রিকেটকে বিদায় জানিয়েই রাজনীতিতে পা রেখেইছেন এবং বাজিমাত করেছেন সাবেক এই ক্রিকেটার।

বৃহস্পতিবার (২৩ মে) ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে জানা যায়, ৩ লক্ষ ৯০ হাজার ৩৯১টি ভোটের ব্যবধানে গম্ভীর দিল্লী কেন্দ্র থেকে নিজের রাজনৈতিক জীবনের প্রথম নির্বাচনে জয়লাভ করেছেন।

নির্বাচনের আগে সাবেক এই ওপেনারের বিরুদ্ধে অবশ্য বেশ কিছু অভিযোগ ছিল। তবে সব বিতর্ক দূরে ঠেলে শেষপর্যন্ত বিপুল ব্যবধানেই জয় পেয়েছেন তিনি। বহুল আলোচিত এই নির্বাচনে জয় পেয়েছে তাকে সমর্থন দেওয়া ক্ষমতাসীন দল বিজেপিও। যদিও গম্ভীরের এই জয়ের পেছনে তার ক্রিকেটীয় ক্যারিয়ারের জনপ্রিয়তাই বেশি ভ‚মিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

নির্বাচনে জয়লাভের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় দেশবাসীকে ধন্যবাদ দিয়েছেন গম্ভীর। শেষ খবর পাওয়া পর্যন্ত, মোট ৫৪৩টি আসনের মধ্যে ৩০৩টি আসনেই জয়লাভ করেছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি।

বিশ্বকাপ খেলতে মাশরাফি যখন ইংল্যান্ডে, গম্ভীর অবশ্য তখন নিজ দেশ ভারতেই আছেন। ভারত ক্রিকেট দল নিয়ে নানারকম মন্তব্য করে এই সাবেক ক্রিকেটার প্রায়শই আলোচনার জন্ম দেন। রাজনীতি থেকে সাময়িক ছুটি নিয়ে মাশরাফি এখন ব্যস্ত থাকবেন তার পুরনো শয্যা ক্রিকেট নিয়েই। নির্বাচনে তো জিতলেন, গম্ভীরও এবার ফিরতে পারেন ক্রিকেট মাঠে, আলোচকের ভ‚মিকায়!

  • সর্বশেষ
  • জনপ্রিয়