শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৪:২৯ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়া ৬ আসনের উপ-নির্বাচনে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল

এইচ আর রফিক, বগুড়া প্রতিনিধি : আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য বগুড়া সদর ৬ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ , বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনে বগুড়া জেলা আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন দাখিল করেন বগুড়া জেলা শাখার যুগ্ম আহবায়ক টি জামান নিকেতা, জাতীয় পার্টির পক্ষে সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নুরুল ইসলাম ওমর , বিএনপির পক্ষে যথাক্রমে জেলা আহবায়ক ও সাবেক এমপি জিএম সিরাজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এ্যাডভোকেট মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার সম্পাদক রেজাউল করিম বাদশা, জেলা মুসলিম লীগের পক্ষে মাও: রফিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের পক্ষে মো. মনসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু। আরেক স্বতন্ত্র প্রার্থী মো. মিনহাজও মনোনয়ন পত্র দাখিল করেছেন ।

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বগুড়া সদর আসনের নির্বাচিত প্রার্থী বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েও শপথ না নেওয়ায় আসনটি শুন্য হয় । নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৪ জুন এই আসনের ৩ লাখ ৮৭ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ।

নির্বাচন কমিশনের ঘোষিত শিডিউল অনুযায়ী বৃহস্পতিবারই ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন । আগামী ২৭ মে মনোনয়নপত্র বাছাই এবং ৪ জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

ধারণা করা হচ্ছে এই আসনের উপ-নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ৩ জন মনোনয়নপত্র দাখিল করা হলেও চুড়ান্ত প্রার্থী হিসেবে জিএম সিরাজই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। বিএনপি হাই কমান্ডের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে মহাজোটের প্রার্থী হবেন নুরুল ইসলাম ওমর। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়