শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৯:০৮ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়, বিজেপির বিপুল উত্থান, বিজয়ীদের অভিনন্দন মমতার

আসিফুজ্জামান পৃথিল : ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে ক্ষমতাসীন দল বিজেপি। তাদের সবচেয়ে বড় সাফল্য বলা হচ্ছে পশ্চিমবঙ্গের অভূতপূর্ব জয়ের সম্ভাবনাকে। এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও দলটির বিপুল উত্থান ঘটেছে। তৃণমূলের দূর্গ বলে পরিচিত রাজ্যটিতে এতোটা ভালো ফল করার কথা আগে কখনও ভাবেনি গেরুয়ারা।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যে মাত্র ২টি আসন পেয়েছিলো বিজেপি। তৃণমূলের আসন ছিলো ৩৪টি। কংগ্রেস পেয়েছিলো ৪টি। আর এককালের ক্ষমতাশালী বামেরা পেয়েছিলো মাত্র ২টি আসন। তবে, ভোট গননায় সবাইকে চমকে দিয়েছে বিজেপি। ৪২ আসনের এই রাজ্যে এবার তুণমূল ১২ আসন হারিয়ে এগিয়ে আছে ২২ আসনে। নতুন করে ১৭ আসনে এগিয়ে থেকে তৃণমূলকে প্রায় ছুঁয়ে ফেলেছে বিজেপি। দলটির এগিয়ে থাকা আসন এবার ১৯। ৩টি আসন হারিয়ে কংগ্রেস এবার এগিয়ে মাত্র ১টি আস।আর বামজোট একটিও আসন পাবে না বলেই মনে হচ্ছে। অথচ রাজ্যটি একসময় লালদূর্গ বলে পরিচিত ছিলো।

এখনও পর্যন্ত যা ভোটপ্রাপ্তির হার, তাতে বিজেপির ভোট ৩৯ শতাংশের আশেপাশে। তৃণম‚লের ভোটপ্রাপ্তির হার অবশ্য বেশি, ৪৫ শতাংশের কাছাকাছি। শাসক দলের ভোটপ্রাপ্তির এই হার বেশ কিছুটা মিলছে ২০০৯ সালের নির্বাচনের সঙ্গে। সে নির্বাচনে বামেদের বিপর্যস্ত করে তৃণম‚ল ইঙ্গিত দিয়েছিল, বাংলার পরিবর্তন আসন্ন। তৃণম‚লের ভোটপ্রপ্তির হার ছিল ৩১.১৮ শতাংশ। তবে সে বার রাজ্যের ২৮টি আসনে লড়েছিলো তারা। বাকি ১৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণম‚লের তৎকালীন জোটসঙ্গী কংগ্রেস এবং কংগ্রেস সে বার পেয়েছিল ১৩.৪৫ শতাংশ ভোট। আর তখনকার শাসক দল বামফ্রন্টের প্রাপ্ত ভোটের হার সে বার ছিল ৪৩.৩০ শতাংশ। অর্থাৎ এ বার তৃণম‚ল যে রকম ভোট পেতে পারে বলে ইঙ্গিত মিলছে, তার কাছাকাছি।

এদিকে ভোট গননার সময় এই বিষয়ে টুইটারে পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই পোস্টে ছিলো সমাসন্ন হারে বিষাদের ছায়া। তৃণমূল নেত্রী লিখেছেন, ‘বিজয়ীদের অভিনন্দন। পরাজিত হওয়া মানেই হার নয়। বিষয়টি পূর্ণাঙ্গ পর্যালোচনা করা দরকার। তারপর নিজেদের মতামত জানাবো। আগে গণনা প্রক্রিয়া শেষ হোক। মিলিয়ে দেখা হোক ভিভিপ্যাটগুলো।’ অর্থাৎ রাজ্যে নিজেদের হার একরকম স্বীকার করেই নিলেন দাপুটে এই রাজনীতিবীদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়