শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৮:৫৫ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উচ্চ সুদ হার থেকে বাঁচতে উদ্যেক্তারা বৈদেশিক ঋন নির্ভর হচ্ছেন, বললেন খোন্দকার ইব্রাহীম খালেদ

কেএম নাহিদ : ঋণ দেয়ার লাগামহীন প্রতিযোগিতার কারণে বর্তমানে প্রতিটি ব্যাংকেরই চরম অর্থ সংকট চলছে। তাই তারা উচ্চ সুদে আমানত সংগ্রহ করছে। কিন্তু আমানতের সুদ বেড়ে যাওয়ায় বাড়ছে ঋণের সুদ হার। এতে বিপাকে পড়েছে বেসরকারি খাতের উদ্যোক্তারা। উচ্চ সুদ হার থেকে বাঁচতে তারা এখন বিদেশি ঋণের উপর নির্ভর হয়ে পড়ছে।

বুধবার চ্যানেলে আই সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, তারল্য সংকট খুব বেশি নয়, কিছুটা থাকতে পারে। বাংলাদেশে ঋণের সুদ হার একটু বেশি, বিদেশে তুলনামূলক কম সুদে ঋণ পাওয়া যায়। ইংল্যান্ডে সুদ হার ৫ শতাংশের কম। তাই অনেকে বিদেশি ঋণে ঝুঁকি নিচ্ছে। তারল্য সংকট দেখিয়ে অর্থ পাচার হচ্ছে কিনা বিষয়টি খতিয়ে দেখা উচিত মন্তব্য করে ইব্রাহীম খালেদ বলেন, যেহেতু দেশে উন্নয়ন বাড়ছে, জিডিপি প্রবৃদ্ধি ৮ ভাগ এর কাছাকাছি তাহলে টাকা তো দেশেই আছে। যদি দেশে উন্নয়ন না হয় তাহলে বুঝতে হবে টাকা পাচার হয়ে যাচ্ছে। ফলে উদ্যোক্তারা বিদেশি ঋণে ঝুঁকছে।

তবে এসব ঋণে উৎসাহ দেয়া মোটেও ঠিক হবে না। বিদেশি ঋণ অনুমোদনের জন্য যে কমিটি রয়েছে তাদেরকে শক্ত হাতে এ বিষয়টি নিয়ন্ত্রণ করতে হবে বলে জানান তিনি। সম্পাদনায়: এইচ এম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়