শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৭:৪৫ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা দেবে ছাত্রলীগ

আমিন মুনশি : আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বরাবরই ভালো করছে বাংলাদেশের হাফেজরা। আরবদেশগুলোসহ বিশ্বের সকল দেশের হাফেজে কোরআনরা যেনো পেরেই উঠছে না বাংলাদেশি হাফেজদের সাথে। প্রতিবছরই প্রথম স্থানে জায়গা করে নিচ্ছে বীরের জাতি বাংলাদেশের কোরআনের হাফেজরা। সৌদি আরব, কাতার, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারের গৌরবও বাংলাদেশের ক্ষুদে হাফেজদের রয়েছে।

২০১৭ সালে কাতারে অনুষ্ঠিত হিফজ প্রতিযোগিতায় ১০৩টি দেশের হাফেজদের মধ্যে ১ম হয়েছিলেন বাংলাদেশের হাফেজ তরিকুল ইসলাম। দেশের জন্য এতো বড় অর্জন বয়ে আনলেও রাষ্ট্রীয়ভাবে কোনো পুরস্কার বা সম্মাননা দেয়া হয়নি এসব হাফেজদের। এ নিয়ে ধর্মীয় মহলে কিছুটা অভিমানও রয়েছে অনেকের। তবে এখন থেকে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার (২১ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ভেরিফোয়েড ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন। ছাত্রলীগ সাধারণ সম্পাদকের এ ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় সবাই উদ্যোগটির প্রশংসা করেছেন। হাফেজে কোরআনদের প্রতি এমন ভালোবাসা প্রকাশের কারণে গোলাম রাব্বানীকেও সাধুবাদ জানিয়েছেন।

গোলাম রাব্বানী তার ফেসবুকে লিখেছেন, ‘পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্ব মানচিত্রে গৌরবান্বিত নাম ‘বাংলাদেশ’। এ যাবৎ পবিত্র কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধার আলোকচ্ছটায় যারা বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করেছে তাদের সংবর্ধনা, সম্মাননা, স্বীকৃতি ও বৃত্তি প্রদানের আয়োজন করবে বাংলাদেশ ছাত্রলীগ। ঈদের পর দ্রুততম সময়ে এই আয়োজন করা হবে ইনশাল্লাহ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়