শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৫:৫৪ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাসংকটে ১৪টি সরকারি চিনিকল, চার মাসে শ্রমিকদের বেতন বকেয়া প্রায় ৫ কোটি

নুর নাহার : মহাসংকটে সরকারি চিনিকলগুলো। উৎপাদন বন্ধ থাকায় বেশ কয়েকটি চিনিকলের শ্রমিকরা বেতন পান না প্রায় চার মাস। আবার আখ দিয়েছেন যে সব শ্রমিক কোটি কোটি পাওনা তাদেরও। সব মিলিয়ে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে দিন দিন। যদিও অবিক্রিত চিনি বিক্রির উদ্যোগ নিয়ে যাবতীয় পাওনা মেটানোর প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। যমুনা টিভি

জয়পুহাট চিনিকলের শ্রমিক মিজানুর রহমান। চার মাস ধরে বেতন নেই তাই ব্যাংক লোনের জন্য আবেদন করেছেন কিন্তু তাও পাচ্ছেন না। মিজানের মতো একই অবস্থা চিনিকলের কয়েক’শ শ্রমিকের। বেতন নেই তাই কাটছে মানবেতর জীবন। মিল কর্তৃপক্ষের হিসেবে শ্রমিদের চার মাসের বেতন বাবদ বকেয়া প্রায় ৫ কোটি টাকা। আর কষ্টের ফলানো আখ যারা মিলে দিয়েছেন সেই চাষীদের পাওনা সাড়ে ৭ কোটি টাকা।

চিনিকল শ্রমিকেরা বলেন, চার মাস থেকে বেতন পাইনি তাই দোকানে বাকি খরচ করে খাচ্ছি। কবে পাবো এখনো কোনো নিশ্চয়তা নেই।জয়পুরের মতো দশা গাইবান্ধা মহিমাগঞ্জ চিনিকলেরও। শ্রমিকরা বেতন পাচ্ছেন না চার মাস। ঈদের আগে বকেয়া পাবেন কিনা তা নিয়েও আছে সংশয়।

গাইবান্ধা শ্রমিকেরা বলেন, বেতন পাওয়ার কোনো খবরই নাই কবে দিবে তাও জানি না । শুধু বলে আসলেই দেয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, বর্তমানে দেশের চিনিকল গুলোর উৎপাদন ক্ষমতা দুই লাখ টন। তবে উৎপাদন হয় অর্ধেকেও অনেক কম। আবার বিক্রিও হয় না বেশির ভাগ চিনি। কারণ আমদানি করা বা বেসরকারি মিলে উৎপাদিত চিনির চেয়ে সরকারি কলে উৎপাদিত চিনির দাম অনেক বেশি। প্রতি বছরেই তাই আটকে যায় শ্রমিক আর চাষীদের পাওনা।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন বলেন, চিনি ৫০ টাকা দরে বিক্রি করার জন্য বলা হয়েছে। চট্টগ্রামে ৪৫ টাকা দরে চিনি বিক্রি করা হচ্ছে এই চিনিটা যত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে ততো তাড়াতাড়ি শ্রমিক ও চাষীদের বেতন দিতে পারবো।

দেশের মোট ১৫টি সরকারি চিনি কলের মধ্যে ১৪টি লোকসানি প্রতিষ্ঠান। এর মধ্যে শুধু মাত্র কেরু এন্ড কোম্পানী লাভের মুখ দেখছে তবে তা চিনি উৎপাদন করে নয়। লাভ করছে কেরু ডিসটিলারি উইনিট। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়