শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৮:৪১ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ পণ্যে হয়রানি ও জরিমানা বন্ধের দাবি করেছে দোকান মালিক সমিতি

আসিফ হাসান কাজলঃ আদালতের নির্দেশে ৫২ টি নিম্নমানের পণ্য বস্তায় বেধে সিল গালা করে দোকানের এক কোণায় ফেলে রাখার পরও সেই পণ্যগুলোর উপর ভ্রামমান আদালতের জরিমানা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোঃ আকরাম খাঁ হলে সংগঠনটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে প্রত্যাহারকৃত পণ্যের ব্যাপারে উৎপাদনকারী কোম্পানি গুলোকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার জন্য ভ্রামমান আদালতের বিচারকদের প্রতি অনুরোধ জানানো হয়।কারণ হিসেবে তারা বলেন, আমরা ওই পণ্য গুলো টাকার বিনিময়ে ক্রয় করেছি। ‌ কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকায় আমরা সেসব পণ্য বাজারজাত করছি না। সেই পণ্যগুলো বস্তায় বেঁধে সিলগালা করে দোকানের এক কোনায় রেখে দেয়া হচ্ছে যেন কোম্পানিগুলো তাদের পণ্য ফেরত নিয়ে যায়। কিন্তু তারপরও কোন কোন জায়গায় সেই পণ্য ধরে ভ্রামমান আদালত জরিমানার করছে দোকানিদের।

সংগঠনটির সভাপতি আরো বলেন, মহামান্য হাই কোর্ট বিভিন্ন কোম্পানির ৫২টি নিম্নমানের পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি উৎপাদনকারী কোম্পানি গুলোকে ঐ সকল পণ্য বাজার থেকে প্রত্যাহার করার জন্য নির্দেশ প্রদান করেছে। কিন্তু উৎপাদনকারী কোম্পানি গুলো সঠিক ভাবে তাদের নির্দেশ পালন করছে বলে আমাদের মনে হয় না। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির একাধিক সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়