শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৮:৪১ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ পণ্যে হয়রানি ও জরিমানা বন্ধের দাবি করেছে দোকান মালিক সমিতি

আসিফ হাসান কাজলঃ আদালতের নির্দেশে ৫২ টি নিম্নমানের পণ্য বস্তায় বেধে সিল গালা করে দোকানের এক কোণায় ফেলে রাখার পরও সেই পণ্যগুলোর উপর ভ্রামমান আদালতের জরিমানা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোঃ আকরাম খাঁ হলে সংগঠনটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে প্রত্যাহারকৃত পণ্যের ব্যাপারে উৎপাদনকারী কোম্পানি গুলোকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার জন্য ভ্রামমান আদালতের বিচারকদের প্রতি অনুরোধ জানানো হয়।কারণ হিসেবে তারা বলেন, আমরা ওই পণ্য গুলো টাকার বিনিময়ে ক্রয় করেছি। ‌ কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকায় আমরা সেসব পণ্য বাজারজাত করছি না। সেই পণ্যগুলো বস্তায় বেঁধে সিলগালা করে দোকানের এক কোনায় রেখে দেয়া হচ্ছে যেন কোম্পানিগুলো তাদের পণ্য ফেরত নিয়ে যায়। কিন্তু তারপরও কোন কোন জায়গায় সেই পণ্য ধরে ভ্রামমান আদালত জরিমানার করছে দোকানিদের।

সংগঠনটির সভাপতি আরো বলেন, মহামান্য হাই কোর্ট বিভিন্ন কোম্পানির ৫২টি নিম্নমানের পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি উৎপাদনকারী কোম্পানি গুলোকে ঐ সকল পণ্য বাজার থেকে প্রত্যাহার করার জন্য নির্দেশ প্রদান করেছে। কিন্তু উৎপাদনকারী কোম্পানি গুলো সঠিক ভাবে তাদের নির্দেশ পালন করছে বলে আমাদের মনে হয় না। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির একাধিক সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়