শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৮:৪১ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ পণ্যে হয়রানি ও জরিমানা বন্ধের দাবি করেছে দোকান মালিক সমিতি

আসিফ হাসান কাজলঃ আদালতের নির্দেশে ৫২ টি নিম্নমানের পণ্য বস্তায় বেধে সিল গালা করে দোকানের এক কোণায় ফেলে রাখার পরও সেই পণ্যগুলোর উপর ভ্রামমান আদালতের জরিমানা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোঃ আকরাম খাঁ হলে সংগঠনটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে প্রত্যাহারকৃত পণ্যের ব্যাপারে উৎপাদনকারী কোম্পানি গুলোকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার জন্য ভ্রামমান আদালতের বিচারকদের প্রতি অনুরোধ জানানো হয়।কারণ হিসেবে তারা বলেন, আমরা ওই পণ্য গুলো টাকার বিনিময়ে ক্রয় করেছি। ‌ কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকায় আমরা সেসব পণ্য বাজারজাত করছি না। সেই পণ্যগুলো বস্তায় বেঁধে সিলগালা করে দোকানের এক কোনায় রেখে দেয়া হচ্ছে যেন কোম্পানিগুলো তাদের পণ্য ফেরত নিয়ে যায়। কিন্তু তারপরও কোন কোন জায়গায় সেই পণ্য ধরে ভ্রামমান আদালত জরিমানার করছে দোকানিদের।

সংগঠনটির সভাপতি আরো বলেন, মহামান্য হাই কোর্ট বিভিন্ন কোম্পানির ৫২টি নিম্নমানের পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি উৎপাদনকারী কোম্পানি গুলোকে ঐ সকল পণ্য বাজার থেকে প্রত্যাহার করার জন্য নির্দেশ প্রদান করেছে। কিন্তু উৎপাদনকারী কোম্পানি গুলো সঠিক ভাবে তাদের নির্দেশ পালন করছে বলে আমাদের মনে হয় না। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির একাধিক সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়