শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৬:৩৪ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকার বাড়লেও ৮ বছরে কমছে বাজেট বাস্তবায়নের হার

ফাতেমা ইসলাম : আকারে বাড়লেও গত ৮ অর্থবছর ধরে কমছে বাজেট বাস্তবায়নের হার। তার বিরুপ প্রভাব পড়েছে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও বিনিয়োগে। বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন না করতে পারায় মাথাপিছু আয় বাড়লেও, কমেনি বৈষম্য। তাই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। ডিবিসি

চলতি অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রথম ছয়মাসে তার বাস্তবায়ন হয়েছে মাত্র সাড়ে ২৭ শতাংশ।

২০১০-১১অর্থবছরে বাজেট ছিলো ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার। ৮ বছরের মাথায় ২০১৭-১৮ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকায়। অর্থাৎ আকার বেড়েছে ২০২ শতাংশ বা ৩ গুণ। বিপরীতে ৯৭ শতাংশ বাস্তবায়নের হার ৮ বছরে নেমে এসেছে ৭১ শতাংশে।

অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম খান জানান, আমরা খুবই নিশ্চিন্তে থাকি যে আমরা একটি বড় বাজেট দিচ্ছি। কিন্তু সেই বাজেট কখনও বাস্তবায়ন হয় কিনা সেটা দেখা হয় না। এখন এর ক্ষতিকর প্রভাবগুলো কি হতে পারে? যেমন ট্যাক্স সংগ্রহ ঠিকমত বাড়ছে না।

তিনি জানান, ট্যাক্স সংগ্রহ যদি একই হারে না বাড়ে, তাহলে পরিশেষে একটি মধ্যম আয়ের দেশে গেলে যেসব রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার কথা, সেই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা শিক্ষায় যথেষ্ঠ বিনিয়োগ করতে পারছি না, স্বাস্থ্যে যথেষ্ঠ বিনিয়োগ করতে পারছি না। এই অবস্থাটা যখন চলতে থাকবে, তখন সার্বিকভাবে দেশের ভেতরে বৈষম্যটা বাড়ে।

২১ হাজার ৯০০ কোটি টাকা কমে, চলতি অর্থবছরের সংশোধিত বাজেট নেমে আসতে পারে ৪ লাখ ৪২ হাজার ৬৭৩ কোটি টাকায়। যা বাস্তবায়নে আশাবাদী সরকার।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, আশা করি এবার বাড়বে। কারণ এবার আইএবিডি মাঠে নেমেছে। আইএবিডি’র সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা রাজনৈতিক এবং প্রশাসনিক উভয় দিক থেকে বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আগামী ১৩ই জুন সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এটা হবে তার প্রথম বাজেট। সম্পাদনায় : জামাল উদ্দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়