শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৫:২২ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ মিশনে দেশ ছাড়লেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক: গত শুক্রবার ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে ইংল্যান্ড না গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাংলাদেশে এসেছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিন দিনের ছুটি কাটিয়ে বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিতে আজ দেশ ছাড়লেন তিনি। দেশ ছাড়ার আগে মাশরাফি দেশবাসীর কাছে দোয়া চাইলেন। তিনি আজ যাচ্ছেন লন্ডনে, আগামীকাল লন্ডনে আইসিসির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এদিনই কার্ডিফ যাবেন বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিতে। ছুটিতে থাকা তামিম ইকবালও আজ দুবাই থেকে লন্ডন যাবেন।

মাশরাফি বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়লেন। কারণ আগামীকাল বৃহস্পতিবার লন্ডনে বিশ্বকাপে অংশ নেয়া দশ দেশের অধিনায়কদের নিয়ে আইসিসির একটি আয়োজন রয়েছে। লন্ডনের এই অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি সেদিনই যাবেন কার্ডিফ।

বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগে মাশরাফি বাংলাদেশ দল ও বিশ্বকাপে সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন, ‘সবাই দোয়া করবেন, যাতে আমরা ভালো করতে পারি। ত্রিদেশীয় সিরিজ জিতে সবাই বেশ আত্মবিশ্বাসী, আপনারা দোয়া করবেন বাংলাদেশ দলের জন্যে।’

উল্লেখ্য, মাশরাফি ও তামিম ছাড়া বিশ্বকাপ স্কোয়াডের বাকি ১৩ জন আছেন একসঙ্গেই। গত শনিবার ডাবলিন থেকে লন্ডন হয়ে তারা গেছেন লেস্টারে। সেখানে বিরতি দিয়ে তিন দিন অনুশীলন করেছে সাকিব-মুশফিকরা। আগামীকাল বৃহস্পতিবার তাদের সাথে যোগ দিবেন মাশরাফি ও তামিম। এরপর একই দিনে তারা যাবেন কার্ডিফে।

২৬ ও ২৮ মে কার্ডিফে ভারত ও পাকিস্তানের বিপক্ষে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকেই আইসিসির অতিথি হিসেবে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে দল। ২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়